হোম /খবর /দেশ /
বিনামূল্যে সকলকে করোনা ভ্যাকসিন দেবে বিহার সরকার !

বিনামূল্যে সকলকে করোনা ভ্যাকসিন দেবে বিহার সরকার !

বিহার নির্বাচনের আগে এমনই প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এবার সেই কথা রাখতে চলেছেন তিনি৷

  • Last Updated :
  • Share this:

#পটনা: প্রতিশ্রুতি মত কাজ শুরু করতে চলেছে বিহার সরকার৷ ভোটে জয়যুক্ত হলে কর্মসংস্থান বাড়ানো হবে এবং বিনামূল্যে দেওয়া হবে কোভিড টিকা। বিহার নির্বাচনের আগে এমনই প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এবার সেই কথা রাখতে চলেছেন তিনি৷

গত মাসে মন্ত্রী দফতর বিভাজনের পর মঙ্গলবার প্রথম বৈঠকে বসে বিহারের রাজ্য সরকারের মন্ত্রিসভা। এতে সিদ্ধান্ত নেওয়া হয় যে বিনামূল্যে করোনাভাইরাসের ভ্যাকসিন দেওয়া হবে। শুধু তাই নয়, সরকারি এবং বেসরকারি মিলিয়ে প্রায় ২০ লাখ কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এই প্রস্তাবও ওই বৈঠকে পাস করা হয়। বৈঠকের সভাপতি ছিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

এই খবর জানাজানি হতেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে৷ তাঁর প্রতিশ্রুতি তিনি কতোটা পালন করতে পারবেন এই নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই৷ বিশেষজ্ঞরা বলছেন, মুখ্যমন্ত্রী ২০ লাখ চাকরির প্রতিশ্রুতি দিলেও কিভাবে এই কর্মসংস্থান তৈরি করবেন তা নিয়ে কিন্তু স্পষ্ট কোনও ব্যাখ্যা দিতে পারেননি।

এ মাসের শুরুতেই ভারতের কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়, দেশের সবাইকে ভ্যাকসিন দেওয়ার প্রয়োজন নেই। এরপর কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই স্পষ্ট করে জানিয়ে দেয় যে, সরকার কখনওই বলেননি যে সব মানুষকে টিকা দেওয়া হবে। সমস্ত বিষয় পর্যালোচনা এবং খতিয়ে দেখার পরই সিদ্ধান্ত নেওয়া হবে।আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল প্রশ্ন তোলেন, তাহলে অ-বিজেপি রাজ্যগুলোর কী হবে? যেসব মানুষ বিজেপি-কে ভোট দেননি, তাঁরা বিনামূল্যে টিকা পাবেন কিনা সেই নিয়েও প্রশ্ন করেন তিনি

Published by:Simli Dasgupta
First published:

Tags: Coronavirus vaccine, NITISH KUMAR