#দিল্লি: মাত্র ১২ ঘণ্টায় সড়ক পথেই দিল্লি থেকে মুম্বাই (Delhi- Mumbai Road Connectivity) পৌঁছে যাওয়া যাবে৷ ২০ ঘণ্টায় মুম্বাই থেকে পাড়ি দেওয়া যাবে শ্রীনগর (Srinagar)৷ মঙ্গলবার এমনই দাবি করেছেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গড়কড়ি (Nitin Gadkari)৷ তাঁর দাবি, কেন্দ্রীয় সরকার যে পরিকল্পনা নিয়েছে, তাতে খুব শিগগিরই এই পরিকল্পনা বাস্তবায়িত হতে চলেছে৷ সড়ক পরিবহণমন্ত্রী হিসেবে দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থাকে আমেরিকার সমতুল্য করে তোলাও তাঁর লক্ষ্য, সেকথাও জানিয়েছেন গড়কড়ি৷
দেশের রাজধানীর সঙ্গে বাণিজ্যিক রাজধানীর সড়কপথে দ্রুত যোগাযোগ গড়ে তোলা গেলে যাত্রী পরিবহণের মতো পণ্য পরিবহণের ক্ষেত্রেও অনেকটাই সুবিধে হবে৷ কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, চলতি বছরের মধ্যেই এই লক্ষ্যপূরণ করা হবে৷
আরও পড়ুন: বিশ্বের দূষিততম রাজধানী ভারতের দিল্লি! এশিয়ার দূষিততম ১৫ টির মধ্যে ১১টি শহরই ভারতের
গড়কড়ি বলেন, 'লেহ- লাদাখ থেকে শ্রীনগর হয়ে আমরা মুম্বাই পৌঁছব৷ আমরা চেষ্টা করছি যাতে এ বছরের মধ্যেই সড়কপথে কুড়ি ঘণ্টায় শ্রীনগর থেকে মুম্বাই পৌঁছে যাওয়া যায়৷ কাশ্মীরে জোজিলা টানেলের যে কাজ চলছে, তা ২০২৪-এর মধ্যে শেষ হবে বলে আশাবাদী গড়কড়ি৷ যদিও কাগজে কলমে এই প্রকল্প শেষ করার জন্য ২০২৬ সাল পর্যন্ত সময় রয়েছে৷'
আরও পড়ুন: বিহারে বিশ্বের বৃহত্তম হিন্দু মন্দির গড়তে ২.৫ কোটির জমি দান করলেন মুসলিম পরিবার!
নীতিন গড়কডি জানিয়েছেন, রাজধানী দিল্লিতে যানজট কমাতে এবং বায়ুদূষণের সমস্যা দূর করতে ৬২ হাজার কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে৷ এ দিন লোকসভায় গড়কড়ি আরও দাবি করেছেন, ২০৪০ সালে ভারতের সড়ক পরিকাঠামো আমেরিকার সমতুল্য করে তোলার লক্ষ্যমাত্রা নিয়েছেন তিনি৷
এই প্রসঙ্গেই প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির একটি বিখ্যাত উক্তি তুলে ধরে নীতিন গড়কড়ি বলেন, 'আমেরিকার ধনী দেশ এই কারণে সেখানকার রাস্তাঘাট ভালো নয়৷ বরং সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত বলেই আমেরিকা ধনী!' উদাহরণ দিয়ে গড়কড়ি বলেন, আগে দিল্লি থেকে মিরাট যেতে সড়কপথে সময় লাগত চার ঘণ্টা৷ এখন তা কমে হয়েছে চল্লিশ মিনিট৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Delhi, Mumbai, Nitin Gadkari