#মুম্বাই: সরকারি অনুষ্ঠানে বক্তব্য রাখছেন একজন আধিকারিক৷ বক্তব্য রাখতে রাখতেই জল তেষ্টা পায় তাঁর৷ বিষয়টি বুঝতে পেরেই এগিয়ে গিয়ে তাঁর হাতে পানীয় জলের বোতল তুলে দিলেন খোদ কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ নির্মলা সীতারমণের এই ব্যবহারই ইন্টারনেটের মন জয় করে নিয়েছে৷
ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে৷ সেখানে বক্তব্য রাখছিলেন ন্যাশনাল সিকিউরিটিস ডিপোজিটরি লিমিডেটের ম্যানেজিং ডিরেক্টর পদ্মজা চুন্দুরু৷ গত শনিবার মুম্বাইতে এনএসডিএল-এর রজত জয়ন্তী বর্ষপূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল৷
বক্তব্য রাখতে রাখতেই তাঁকে পানীয় জল দেওয়ার জন্য মঞ্চের পাশে থাকা কোনও কর্মীকে ইঙ্গিত করেন তিনি৷
This graceful gesture by FM Smt. @nsitharaman ji reflects her large heartedness, humility and core values. A heart warming video on the internet today. pic.twitter.com/isyfx98Ve8
— Dharmendra Pradhan (@dpradhanbjp) May 8, 2022
আরও পড়ুন: ভরসন্ধ্যায় সিগন্যালে দাঁড়ানো গাড়ি ঘিরে এলোপাথাড়ি গুলি! ভয়ঙ্কর ফুটেজ ভাইরাল
বিষয়টি লক্ষ্য করেন মঞ্চে থাকা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷ তিনি নিজেই একটি গ্লাস এবং পানীয় জলের বোতল নিয়ে ওই আধিকারিকের দিকে এগিয়ে যান৷ খোদ কেন্দ্রীয় মন্ত্রীকে তাঁর জন্য জল নিয়ে আসতে দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন পদ্মজা চুন্দুরুও৷ মন্ত্রীর হাত থেকে জলের বোতল নিয়ে নিজেই গ্লাসে ঢেলে নেন ওই আধিকারিক৷ মন্ত্রীকে ধন্যবাদও জানান তিনি৷ ভিডিও-তেই শোনা যায়, নির্মলা সীতারমণের কিন্তু কয়েক সেকেন্ডের এই ভিডিও-ই ইন্টারনেটে সাড়া ফেলে দিয়েছে৷ মন্ত্রী হিসেবে কোনও ঔদ্ধত্য না দেখিয়ে তাঁর মানবিক আচরণের জন্য নির্মলা
সীতারমণের প্রশংসা করেছেন অনেকেই৷ ঘটনার ভিডিও ট্যুইট করেছেন ধর্মেন্দ্র প্রধানও৷ ট্যুইটারে তিনি লিখেছেন, 'অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের এই মহানুবতা তাঁর বড় হৃদয়, বিনম্রতা এবং নিবিড় মূল্যবোধের পরিচয় দেয়৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Nirmala Sitharaman