#নয়াদিল্লি: পয়লা ফেব্রুয়ারি সকাল ৬টায় জারি হয়ে গিয়েছে মৃত্যু পরোয়ানা৷ ওই দিনই ফাঁসির দিন ধার্য করেছে আদালত৷ কিন্তু তার আগে নির্ভয়াকাণ্ডে চার দোষীকে তাদের শেষ ইচ্ছে জানানোর কথা বলা হয়েছে তিহার জেলের পক্ষ থেকে ৷ তিহার জেল প্রশাসনের পক্ষ থেকে এই চার দোষীকে বলা হয়েছে, মৃত্যুর আগে তারা বিশেষ কারও সঙ্গে দেখা করতে চান কিনা ৷ জেল প্রশাসনের পক্ষ থেকে চার দোষীকে বলা হয়েছে, তারা যদি কোনও ধর্মগ্রন্থ পড়তে চান, কিংবা কোনও ধর্মগুরুর সঙ্গে দেখা করতে চান, তাহলে তার অনুমতি দেওয়া হবে ৷ শুধু তাই নয়, তাদের যদি কোনও সম্পত্তি থাকে, সেটি যদি কারও নামে স্থানান্তরিত করতে চান, সেটাও করতে পারবে এই চার দোষী ৷
তবে তিহার জেলের এই নোটিশকে একেবারেই যেন পাত্তা দিলেন না নির্ভয়ার চার ধর্ষক ৷ তাদের কাছে শেষ ইচ্ছার কথা জানতে চাইলে তারা চারজনই কোনওরকম সাড়া দেন না ৷ গোটা বিষয়কেই এড়িয়ে যায় তারা ৷ আর এই ঘটনার থেকেই নতুন করে দানা বাঁধছে বিতর্ক ৷ তাহলে কী ফাঁসি রোধ করার জন্য নতুন করে কোনও ফন্দি আঁটা হচ্ছে ?
এমনিতেই রায় সংশোধনের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করল নির্ভয়া গণধর্ষণ-খুন কাণ্ডে ৪ দোষীর মধ্যে একজন পবন গুপ্তা৷ শীর্ষ আদালতে আবেদনে সে জানিয়েছে, নির্ভয়া গণধর্ষণ ও খুনের সময় সে নাবালক ছিল৷ আজই সুপ্রিম কোর্টে ওই মামলার শুনানি৷
সংবাদ সংস্থা সূত্রের খবর, বিচারপতি আর ভানুমতির নেতৃত্বাধীন বেঞ্চ পবন সিংয়ের আবেদনের শুনানি করবে৷ গত শুক্রবারই নির্ভয়া কাণ্ডে ৪ দোষীকে পয়লা ফেব্রুয়ারি ফাঁসি দেওয়া হবে বলে নির্দেশ দেয় আদালত৷ পবন সিংয়ের আবেদনে ফের এই মামলায় তৈরি হল আইনি জটিলতা৷ ২০১২ সালের ১৬ ডিসেম্বর শীতের রাতে দিল্লিতে ২৩ বছর বয়সি প্যারামেডিক্যালের ছাত্রীকে গণধর্ষণ করে নৃশংস ভাবে অত্যাচার করে ৫ জন৷ তার মধ্যে একজন দোষী আত্মহত্যা করেছে৷ বাকি ৪ জনের ফাঁসির সাজা৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Convicts, Last Wish, News, Nirbhaya Case