#কোঝিকোড়: ওনাম উৎসবের পর থেকেই করোনা ঊর্ধ্বমুখী। তারই মধ্যে এবার কেরলে আবার ফিরল নিপা আতঙ্ক (Nipah virus returns)। রবিবার সকালে কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ জানিয়ে দিলেন কেরালের এক হাসপাতালে মাত্র ১২ বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছিল।
সূত্রের খবর ওই শিশুর নমুনা পুনে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পাঠানো হয়েছিল। তা পরীক্ষা করে সংশ্লিষ্ট সংস্থা জানিয়েছে শিশুটি আক্রান্ত হয়েছিল।
স্বাস্থ্যমন্ত্রীর দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, দুর্ভাগ্যজনক ভাবে আজ রবিবার ভোর পাঁচটার সময় শিশুটির মৃত্যু হয়। গতকাল রাত থেকেই তার অবস্থা অতি সঙ্কটজনক ছিল। ওই বিবৃতিতে বলা হয়েছে, "আমরা ইতিমধ্যেই বেশ কয়েকটি দল গঠন করেছি যারা নমুনা সংগ্রহ শুরু করে দিয়েছে। এই শিশুটির সঙ্গে যারা মেলামেশা করেছেন তাদেরকে চিহ্নিত করে নমুনা পরীক্ষা করার কাজ শুরু হয়ে গিয়েছে।"
#HealthForAll ➡️ A case of Nipah Virus detected in Kozhikode district of Kerala ➡️ Centre rushes team to Kerala to support State in Public Health Measures.https://t.co/532kXyFBzZ pic.twitter.com/S8A4nl45q3
— Ministry of Health (@MoHFW_INDIA) September 5, 2021
২০১৮ সালে মে মাসে প্রথম নিপা ভাইরাস হানা দেয় দক্ষিণ ভারতে। মাত্র এক মাসের মধ্যে ১৮ জনের মৃত্যু হয়েছিল নিপার সংক্রমণে। স্বাস্থ্যমন্ত্রক বলছে, ২০১৮ সালের সেই ভয়াবহ অভিজ্ঞতাকে সামনে রেখেই একটি অ্যাকশন প্ল্যান তৈরি করা হয়েছে। শনিবার রাত্রে দীর্ঘ সময় আন্তঃদফতর আলোচনা করা হয়েছে এই মুহূর্তে কি করনীয় তা নিয়ে। উল্লেখ্য নিপা ভাইরাস মানুষের মধ্যে সংক্রমিত হয় মূলত বাদুড়ের দেহ থেকে। এই ভাইরাসে আক্রান্ত হলে বেশিরভাগ ক্ষেত্রেই মৃত্যুর প্রায় অনিবার্য। এখনও পর্যন্ত কোনও ভ্যাকসিন বা অন্যান্য চিকিৎসা আবিষ্কৃত হয়নি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।