#নয়াদিল্লি: যতদিন যাচ্ছে তদন্তকারী অফিসারদের সামনে উঠে একের পর এক তথ্য ৷ কীভাবে সাজানো হয়েছিল গোটা হামলার ছক, কারাই বা ছিল মাস্টার মাইন্ড ?
১৪ ফেব্রুয়ারির রাত ৷ প্রেমের দিনটাই এ দেশে এসেছিল হাহাকার আর বুক ফাটা যন্ত্রণার দিন হয়ে ৷ CRPF-র কনভয়ে বোমা বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে গিয়েছিলেন ৪২টি তরতাজা প্রাণ ৷ বেসরকারি হিসেব বলছে সংখ্যাটা আরও বেশি ৷ অনেক জওয়ানের দেহ এতটাই ছিন্নভিন্ন হয়েছিল যে শনাক্তই করা যায়নি তাঁদের ৷
পুলওয়ামা হামলার তদন্তভার গ্রহণ করেছে NIA বা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি ৷ সম্প্রতি ঘাতক সেই মারুতি ইকো গাড়িটিকে শনাক্ত করেছে জাতীয় তদন্তকারী দল ৷ জানা গিয়েছে, ওই ইকো গাড়িটি কেনা হয়েছিল হামলার মাত্র ১০ দিন আগে ৷ গাড়ির মালিকের নাম সাজিদ ভাট ৷ মহম্মহ মকবুল ভাটের ছেলে এই সাজিদ অনন্তনাগের বীজবেহারা জেলার বাসিন্দা ৷