হোম /খবর /দেশ /
২০১৩-এ মোদির সভায় বিস্ফোরণ, চারজনকে ফাঁসির সাজা দিল এনআইএ আদালত

Narendra Modi rally blast incident in Patna: ২০১৩-এ মোদির সভায় বিস্ফোরণ, চারজনকে ফাঁসির সাজা দিল এনআইএ আদালত

২০১৩ সালে পটনায় নরেন্দ্র মোদির এই সভাতেই বিস্ফোরণ ঘটে৷

২০১৩ সালে পটনায় নরেন্দ্র মোদির এই সভাতেই বিস্ফোরণ ঘটে৷

এই ঘটনায় বাকি পাঁচ অভিযুক্তের মধ্যে দু' জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে এনআইএ-এর বিশেষ আদালত (NIA Court Verdict in Patna Blast Case)৷

  • Last Updated :
  • Share this:

#পটনা: ২০১৩ সালে পটনায় নরেন্দ্র মোদির সভার আগে বিস্ফোরণের ঘটনায় চারজনকে মৃত্যদণ্ডের নির্দেশ দিল আদালত৷ ২০১৩ সালে পটনার গান্ধি ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভার আগে বিস্ফোরণে ৬ জনের মৃত্যু হয়৷ আহত হয়েছিলেন ৮৯ জন (Narendra Modi Patna Rally Blast Case in 2013)৷

এই ঘটনায় বাকি পাঁচ অভিযুক্তের মধ্যে দু' জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে এনআইএ-এর বিশেষ আদালত (NIA Court Verdict in Patna Blast Case)৷ দু' জনকে দশ বছরের এবং এক জনকে সাত বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত৷

আরও পড়ুন: Karwa Cahuth-এর আগের দিন দেশের বীর সন্তান শহিদ! মাত্র ৯ মাসের বিয়ে বাঁধনভাঙা কান্নায় স্ত্রীর শেষবারের মত সিঁথিতে সিঁদুর

২০১৩ সালের ২৭ অক্টোবর গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) পটনার গান্ধি ময়দানে সভা করার কথা ছিল৷ কিন্তু সভার ঠিক আগে বিস্ফোরণে কেঁপে ওঠে ভিড়ে ঠাসা গান্ধি ময়দান৷ গান্ধি ময়দানে বিস্ফোরণের ঠিক আগে পটনা রেল স্টেশনেও বিস্ফোরণ হয়৷ তদন্তে জানা যায়, এই বিস্ফোরণের পিছনে ছিল নিষিদ্ধ সংগঠন স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান মুজাহিদিন৷

গত সপ্তাহে এই ঘটনায় অভিযুক্ত দশ জনের মধ্যে ন' জনকেই দোষী সাব্যস্ত করে এনআইএ-র বিশেষ আদালত৷ প্রমাণের অভাবে একজনকে ছাড় দেওয়া হয়৷

এনআইএ-এর আইনজীবী এবং সরকারি কৌঁসুলি লালন প্রসাদ সিং সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন, এই ঘটচনায় মোট এগারো জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় আদালত৷ তাদের মধ্যে একজন নাবালক হয় তার মামলাটি জুভেনাইল বোর্ডকে পাঠানো হয়৷ বাকিদের বিচার হয় এনআইএ বিশেষ আদালতে৷

Published by:Debamoy Ghosh
First published: