#নয়াদিল্লি:রবিবার ছিল লোকসভা ভোটের সপ্তম দফার ভোটগ্রহণ৷ আগামী ২৩-মে নির্বাচনের ফলপ্রকাশ ৷ ফল প্রকাশের আগে News18IPSOS বুথ ফেরত সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে, বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি৷ সেই সঙ্গেই দিল্লির সবকটি আসনেই জয়লাভ করতে চলেছে বিজেপি৷
দিল্লিতে ভোটগ্রহণ ছিল ষষ্ঠ দফায়৷ ১২ মে দিল্লির ৭টি লোকসভা আসনে ভোটগ্রহণ হয়৷ News18IPSOS-এর বুথফেরত সমীক্ষা অনুযায়ী, দিল্লি থেকে বিজেপি পেতে পারে ৬ থেকে ৭টি আসন৷ বাকি ১টি আসন যেতে পারে কংগ্রেসের দখলে৷ একটি আসনও পাচ্ছে না আম আদমি পার্টি৷
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।