#নয়াদিল্লি : চন্দ্রবাবু নাইডু এন.ডি.এ জোট ছাড়ার পরই যেন ঝুলি থেকে একটা করে বেড়াল বেরিয়ে পড়ছে, তাঁর দাবি বহুবার বলা সত্ত্বেও এন.ডি.এ যেন উদাসহীন অন্ধ্রপ্রদেশের উন্নয়ন নিয়ে উদাসীন, অমরাবতির সার্বিক উন্নয়ন ও অন্ধ্রপ্রদেশকে বিশেষ মর্যাদা ৷ তাঁর বক্তব্য দক্ষিণের প্রদেয় করের রাজস্ব থেকে কর প্রধানমন্ত্রী উত্তরের রাজ্যগুলোর উন্নতি সাধন করছেন ৷ তিনি আরও বলেছেন একেতেই রাজ্য ভাগের সিদ্ধান্তে অনেকটাই ব্যাকফুটে অন্ধ্রপ্রদেশ ৷ এছাড়াও একাধিক কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে সরব হয়েছেন তিনি এও বলেছেন, তেলঙ্গানার ক্ষেত্রে প্রতিশ্রুতি রক্ষার করলেও বঞ্চত হয়েছে অন্ধ্রপ্রদেশ ৷ এর সর্বশেষ প্রতিবাদ হিসাবে সিদ্ধান্ত নেন এন.ডি.এ সঙ্গ ত্যাগ করার ৷
চন্দ্রবাবু নাইডুর বাউন্সারে সরাসরি ছক্কা হাঁকান রেলমন্ত্রী তথা এন.ডি.এ নেতা পীযূষ গোয়েল তিনি চন্দ্রবাবুর দাবি উড়িয়ে দিয়ে বলেন, যতখানি উন্নয়নের দরকার ততখানি উন্নয়ন করেননি তিনি ৷ বরাদ্দ অর্থ দিয়ে কোনও ভাবেই অমরাবতীর উন্নতি হয়নি, উন্নয়ন না করে বৃথা আমাদের দোষ দিচ্ছেন নিজের দোষ কাটানোর জন্য ৷ জনগণই এর বিচার করবেন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Chandrababu Naidu, NDA, News18 Rising India Summit, Piyush Goyal