হোম /খবর /দেশ /
কোন দেশ এই মুহূর্তে ভারতের কাছে সবচেয়ে বড় হুমকি? News18 জনমত সমীক্ষার রেজাল্ট

#News18PublicSentimeter: কোন দেশ এই মুহূর্তে ভারতের কাছে সবচেয়ে বড় হুমকি? News18 জনমত সমীক্ষার রেজাল্ট

এই পরিস্থিতিতে News18 একটি সার্ভে করে৷ সার্ভেতে প্রশ্ন ছিল, ভারতের কাছে এই মুহূর্তে প্রতিবেশী রাষ্ট্রগুলির মধ্যে সবচেয়ে বড় হুমকি কোন রাষ্ট্র৷ অনেকেই তাতে উত্তর দিয়েছেন পাকিস্তান৷ যদিও ৯০ শতাংশের বেশি মানুষ জানালেন চিন৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: লাদাখের গালওয়ান ভ্যালিতে রক্তারক্তির পরে চিনের সঙ্গে ভারতে সম্পর্ক এখন চরম খারাপ জায়গায়৷ ইতিমধ্যেই ভারতের ২০ জন জওয়ানকে হত্যা করেছে চিন৷ দেশের মানুষ ফুঁসছে চিনের বিরুদ্ধে৷ চিনা পণ্য বয়কট শুরু হয়েছে৷

এই পরিস্থিতিতে News18 একটি সার্ভে করে৷ সার্ভেতে প্রশ্ন ছিল, ভারতের কাছে এই মুহূর্তে প্রতিবেশী রাষ্ট্রগুলির মধ্যে সবচেয়ে বড় হুমকি কোন রাষ্ট্র৷ অনেকেই তাতে উত্তর দিয়েছেন পাকিস্তান৷ যদিও ৯০ শতাংশের বেশি মানুষ জানালেন চিন৷

News18-এর Public Sentimeter সার্ভের রিপোর্ট বলছে, ভারতের ৯১.৬৯ শতাংশ মানুষ মনে করেন চিনই এই মুহূর্তে ভারতের কাছে সবচেয়ে বড় হুমকি৷ মাত্র ৮.৩১ শতাংশ মানুষ মনে করেন, চিন নয়, বড় হুমকি হল পাকিস্তান৷

Published by:Arindam Gupta
First published:

Tags: India China, India-China Border Tension, News18 Public Sentimeter