#উমরেথ, গুজরাত: টাকা নেই সৎকারের ৷ ছেলের মৃতদেহের পাশে তাই ঘণ্টার পর ঘণ্টা বসেই রইলেন বৃদ্ধ বাবা ৷ পেশায় দিনমজুর বাবার কাছে ছেলের মৃতদেহ দাহ করার মতোও ক্ষমতা ছিল না ৷ নিউজ ১৮-এর সাংবাদিক ঘনশ্যাম প্যাটেলই শেষপর্যন্ত সাহায্যের হাত বাড়িয়ে দিল ৷ ছেলের সৎকাজও শেষপর্যন্ত সম্পন্ন হল ৷
গুজরাতের পঞ্চমহল আদিবাসী অঞ্চলে থাকতেন বাবা ও ছেলে ৷ দু’জনেই দিন-মজুরের কাজ করতেন ৷ কয়েক বছর আগে তাঁরা কাজের খোঁজে আনন্দ জেলায় আসেন বলে জানা গিয়েছে ৷ বেশ ক’দিন ধরেই অসুস্থ ছিলেন ছেলে ৷ গত ১৮ মার্চ মারা যান তিনি ৷ অভাবের সংসারে ছেলের মৃতদেহ দাহ করার মতো সামর্থ্য বাবার ছিল না ৷ ঘটনাচক্রে সেসময় ওই অঞ্চল দিয়েই যাচ্ছিলেন নিউজ১৮-এর সাংবাদিক ঘনশ্যাম ৷ তাঁর তৎপরতাতেই শেষপর্যন্ত ছেলের সৎকাজ করতে পারেন বৃদ্ধ ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Gujarat's Panchmahal, News18 Helped the poor father, News18 Team