#নয়াদিল্লি: জম্মু-কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে আগেই ঘোষণা করেছে কেন্দ্র৷ এ বার পাক অধিকৃত কাশ্মীরের (PoK) আবহাওয়ার খবর দেওয়ার দূরদর্শন-সহ সব খবরের চ্যানেলকে নির্দেশ দিতে চলেছে কেন্দ্র৷ কেন্দ্রের পাকিস্তান নিয়ে এই সিদ্ধান্ত অত্যন্ত তাত্পর্যপূর্ণ৷
Comprehensive weather report from across the entire territory of India. Click on the link for complete weather report. https://t.co/owMyKfURdD pic.twitter.com/63Efu375VY
— Prasar Bharati News Services (@PBNS_India) May 8, 2020
সূত্রের খবর, কয়েক মাস আগে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল কেন্দ্রকে এই পরামর্শ দেন৷ আনুষ্ঠানিক ভাবে তিন মাস আগে কেন্দ্রীয় বিদেশমন্ত্রককে প্রস্তাবটি দেন ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রাজেন্দ্র খান্না৷ প্রস্তাব দেওয়া হয় আইবি ও রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং (RAW)-কেও৷ গত সপ্তাহে কেন্দ্র ওই প্রস্তাব অনুমোদন দিয়ে দিয়েছে৷
চলতি সপ্তাহে দূরদর্শনকে কেন্দ্র জানিয়েছে, পাক অধিকৃত কাশ্মীরের মিরপুর ও মুজফ্ফরাবাদ ও উত্তরে গিলগিটের আবহাওয়ার খবর ও আবহাওয়ার পূর্বাভাস নিউজ বুলেটিনে রাখতে হবে৷ কয়েকটি বেসরকারি টিভি চ্যানেল ইতিমধ্যেই সরকারকে জানিয়ে দিয়েছে, তারা পাক অধিকৃত কাশ্মীরের আবহাওয়ার খবর আলাদা করে বুলেটিনে রাখবে৷
কেন্দ্রের এক উচ্চপদস্থ আধিকারিকের বক্তব্য, ভারতের এই সিদ্ধান্ত বিশ্বকে ফের একবার বার্তা দেওয়ার চেষ্টা যে, পাকিস্তান বেআইনি ভাবে জম্মু-কাশ্মীরের ৮৬ হাজার বর্গকিলোমিটার দখল করে রেখেছে৷ মূলত, পাক অধিকৃত কাশ্মীরের মানুষের খবর দেওয়া হবে৷ কী ভাবে ইসলামাবাদ প্রতিদিন ওই অংশে মানবাধিকার লঙ্ঘন করে চলেছে, তা জানানো হবে গোটা বিশ্বকে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।