#মুম্বই: সর্বভারতীয় নিউজ টেলিভিশন অ্যাওয়ার্ডস-এ Network 18-এর চ্যানেলগুলির জয়জয়কার৷ সর্বভারতীয় স্তরে তো বটেই, আঞ্চলিক ভাষাগুলির ক্ষেত্রেও একাধিক বিভাগে সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছে নিয়েছে নিউজ ১৮-এর চ্যানেলগুলি৷ সবমিলিয়ে ১৮টি বিভাগে পুরস্কার এসেছে নেটওয়ার্ক ১৮-এর বিভিন্ন চ্যানেলের ঝুলিতে৷ শুক্রবার রাতে ভার্চুয়াল মাধ্যমে সর্বভারতীয় নিউজ টেলিভিশন অ্যাওয়ার্ডস-এর ঘোষণা করা হয়৷ মোট ১২০টি বিভাগে বিভিন্ন মিডিয়া গ্রুপকে পুরস্কার তুলে দেওয়া হয়৷
CNN- News18- এর জাক্কা জেকব ইংরেজিতে বেস্ট নিউ প্রেজেন্টার-এর পুরস্কার জিতেছেন৷ 'Brass Tacks' অনুষ্ঠানের জন্য এই সম্মান পেয়েছেন তিনি৷ অন্যদিকে 'News Epicentre' ইংরেজিতে সেরা ডিবেট শো-এর তকমা জিতেছে৷ এছাড়াও অন্যান্য বেশ কয়েকটি বিভাগে সেরার শিরোপা জিতেছে CNN- News18৷
ইংরেজিতে শ্রেষ্ঠ টক শো-র শিরোপা পেয়েছে- The Bollywood Roundtable
ইংরেজি নিউজ চ্যানেলগুলির মধ্যে সেরা প্রোমো নির্বাচিত হয়েছে- #IndiaStayHome
ইংরেজিতে সেরা প্রোমো শো প্যাকেজিং-এর পুরস্কার জিতেছে- Battle for Delhi (Election Result Day)
ইংরেজি নিউজ চ্যানেলগুলির মধ্যে সেরা প্রযুক্তিগত উদ্ভাবনের সম্মান পেয়েছে- Corona Wall
পাশাপাশি CNBC-TV18-এর শিরিন ভান ইংরেজিতে সেরা নিউজ অ্যাঙ্কর নির্বাচিত হয়েছেন৷ CNBC-TV18 অন্যান্য যে বিভাগে সেরার পুরস্কারগুলি পেয়েছে, সেগুলি হল-
ইংরেজি নিউজ চ্যানেলগুলির মধ্যে শ্রেষ্ঠ এডিটরিয়াল টিম৷
ইংরেজিতে সেরা লাইফস্টাইল এবং ফ্যাশন শো-এর তকমা জিতেছে Hi-Life৷
ইংরেজিতে সেরা বিজনেস নিউজ প্রোগ্রামের পুরস্কার পেয়েছে Restarting India৷
নিউজ চ্যানেলগুলির মধ্যে সেরা মার্কেটিং উদ্যোগের পুরস্কার পেয়েছে- #CNBCTV18Tweetathon
ইংরেজিতে সব চ্যানেলের মধ্যে সেরা প্রোমোর পুরস্কার পেয়েছে- Chef Leadership Promo
এর পাশাপাশি News18-এর হিন্দি, মরাঠি এবং ওরিয়া ভাষার চ্যানেলগুলিও একাধিক পুরস্কার জিতে নিয়েছে৷
ওড়িয়া ভাষায় সেরা নিউজ বুলেটিন-এর পুরস্কার জিতেছে News18 ওড়িয়ার Aamari Odisha৷
ওড়িয়া ভাষায় সেরা প্রাইম টাইম শো-এর পুরস্কার পেয়েছে News18 ওড়িয়াতে সম্প্রচারিত Focus Point৷
আমফান ঝড়ের সময় সংবাদ উপস্থাপনের জন্য ওড়িয়া ভাষায় শ্রেষ্ঠ নিউজ প্রেজেন্টার-এর পুরস্কার জিতেছেন News18 ওড়িয়ার বন্দিতা মহাপাত্র৷
মরাঠি ভাষায় শ্রেষ্ঠ ভিডিও এডিটর-এর News18 Lokmat-এর প্রসাদ মিস্ত্রি৷ Arey Vachva Show-এর জন্য পুরস্কার পেয়েছেন তিনি৷
হিন্দি নিউজ চ্যানেলগুলির মধ্যে সেরা মার্কেটিং উদ্যোগের জন্য সেরার তকমা জিতেছে News18 India-র Diwali Dhamaka Contest৷
হিন্দিতে বেস্ট গ্রাউন্ড/ ভার্চুয়াল ইভেন্ট ইনিশিয়েটিভ বিভাগে সেরার পুরস্কার জিতেছে News18 India - তে সম্প্রচারিত Saas Bahu Aur Devrani Stardom Awards৷
হিন্দি সব চ্যানেলের মধ্যে সেরার প্রোমোর পুরস্কার পেয়েছে News18 India-র Vote Kar৷
মরাঠিতে সব চ্যানেলের মধ্যে সেরা প্রোমো নির্বাচিত হয়েছে News18 Lokmat -এর Election Anchor Promo৷
মরাঠি ভাষাতে কোনও শো-এর সেরা প্রোমোর পুরস্কার জিতেছে News18 Lokmat -এর Jagachya Pathivar৷