#হাসান: সেলফির নেশায় এই লকডাউনেও চলে গেল তরতাজা দু’টো প্রাণ । সেলফি তুলতে স্বামীর সঙ্গে নদীর ধারে বেড়াতে গিয়েছিলেন স্ত্রী । কড়াল নেশায় কারওরই আর ঘরে ফেলা হল না ।
মাত্র দু’মাস আগেই বিয়ে হয়েছিল তাঁদের । ঘটনাটি ঘটেছে কর্নাটকের সকলেশপুর জেলার হেমাবতী নদীতে । দু’মাস আগে হেনলি গ্রামের ক্রুতিকা (২৩)-এর সঙ্গে বিয়ে হয় বেরুল তালুকের মুরাহল্লির বাসিন্দা বছর সাতাশের আর্থেশের । বেঙ্গালুরুর একটি বেসরকারি ফার্মে কাজ করতেন আর্থেশ । লকডাউনের সময় স্ত্রী’কে নিয়ে তাঁর বাপের বাড়িতে এসেছিলেন তিনি । এদিন সেখান থেকেই একটি মোটর সাইকেলে চড়ে হেমাবতীর ধারে যান স্বামী-স্ত্রী। মোটর সাইকেলটি পার্ক করে নদীর ধারে যান ছবি তুলতে । খেয়ালই করেননি কখন একদম ধারে চলে এসেছেন তাঁরা । সেলফি তুলতে তুলতে নদীতে পড়ে যান আর্থেশ আর ক্রুতিকা । পুলিশ ঘটনাস্থল থেকে দু'জনের দেহ উদ্ধার করে ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।