• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • ভাই সেজে এসে বউ নিয়ে পলাতক পুরনো প্রেমিক !

ভাই সেজে এসে বউ নিয়ে পলাতক পুরনো প্রেমিক !

খবর অনুযায়ী, বিয়ের পর পরই স্বামীর ঘরে এসে হাজির বউয়ের ভাই ৷

খবর অনুযায়ী, বিয়ের পর পরই স্বামীর ঘরে এসে হাজির বউয়ের ভাই ৷

খবর অনুযায়ী, বিয়ের পর পরই স্বামীর ঘরে এসে হাজির বউয়ের ভাই ৷

 • Share this:

  #নয়াদিল্লি: শীত পড়তেই দেশ জুড়ে বিয়ে আর বিয়ে ৷ সোশ্যাল মিডিয়া খুললেই বিয়ের ছবি ভরে যাচ্ছে ওয়ালে ওয়ালে ৷ কেউ লিখছেন, লাইফ টাইম ইভেন্ট, কেউ কেউ লিখছেন আমি খুবই ভাগ্যবান৷ তবে ফিরোজাবাদের বরের কপাল দেখুন ৷ ধূমধাম করে বিয়ে তো করলেন ৷ কিন্তু বউকে টিকিয়ে রাখলেন মাত্র দু’দিন ৷ দু’দিন কাটতেই বউ পালালো জানলা দিয়ে ! হ্যাঁ, ঠিক এমনটিই ঘটেছে ফিরোজাবাদে ৷ খবর অনুযায়ী, বিয়ের পর পরই স্বামীর ঘরে এসে হাজির বউয়ের ভাই ৷ বইয়ের ভাইকে পেয়ে আপ্যায়ণে ভরিয়ে দিলেন বর ৷ কিন্তু কে জানত, এই ভাই-ই নষ্টের গোড়া ৷ আসলে ভাই নয়, ভাই বেশে বউয়ের প্রেমিক এসে হাজির তা তো চিন্তাই করতে পারেনি কেউ ৷ যখন মাথায় এলো, ততক্ষণে বউ গায়েব ! বউ খোঁজার রবর শুরু হতেই সত্যিটা এল সামনে ৷ বউয়ের বাড়িতে খবর দেওয়ার পরই স্বামী জানতে পারেন, বউয়ের আসলে কোনও ভাই-ই নেই ৷ যে এসেছিল ভাই সেজে, সে আসলে বউয়ের পুরনো প্রেমিক ! বরের তো মাথায় হাত ৷ এখন বর বাবাজি ‘টুম্পা সোনা’র অপেক্ষায় !

  Published by:Akash Misra
  First published: