কথায় বলে ‘মায়ে-ছায়ে’ । মা আর ছায়ের বন্ধনটা বোধহয় এমনই ।
কিছুদিন আগে কেরলে গর্ভবতী এক হস্তিনীর বাজি ভর্তি ফল খেয়ে মৃত্যুর ঘটনায় কেঁপে গিয়েছিল গোটা দেশ । ঘটনার তীব্রতা ছুরির ফলার মত এসে আমাদের বুকে বিঁধেছে, যখন জানা গিয়েছে কীভাবে জীবনের শেষ প্রাণ বিন্দু অবশিষ্ট থাকা পর্যন্ত সে তাঁর ভূমিষ্ঠ না হওয়া সন্তানের কথাই ভেবে গিয়েছে । কীভাবে তার কষ্ট একটু কমানোর জন্য ঠাণ্ডা শীতল জলের মধ্যে ঠায় দাঁড়িয়ে থেকেছে । পৃথিবীর প্রতিটা মা তো এমনই হয় ।
যেমন, এই ভিডিওতে আর এক হস্তিনী মা নিজের সন্তানকে ভূমিষ্ঠ হতে দেখে আনন্দে আত্মহারা হয়ে উঠল । মাত্র ২০ মিনিট আগে জন্ম নেওয়া তার ছোট্ট শাবকের টলমল পায়ে হেঁটে যাওয়া দেখে মা-র মনেও যেন আর আনন্দ ধরে না । সম্প্রতি ট্যুইটারে একটি সদ্যোজাত হস্তিশাবকের প্রথম হাঁটতে শেখার ভিডিও শেয়ার করেন ভারতীয় বনবিভাগের এক আধিকারিক সুশান্ত নন্দা । মুহূর্তের মধ্যে ভিডিওটি ভাইরাল হয়ে যায় ।
A twenty minutes old calf. Finding its feet & dancing into his new world
A feet that will take him miles & miles in coming days. pic.twitter.com/1SsAtUC8Sj — Susanta Nanda (@susantananda3) June 8, 2020
And the mother is so excited and worried about the young one.
— madhumita mukherjee (@supermam1905) June 8, 2020
The joy that the mother and child is experiencing is literally infectious.
May the child grow up to enjoy the abundant fruits that mother Nature provides. — Suresh Nair (@snsuresh) June 8, 2020
Lovely sight .. but poor mom is so restless poor thing
— Jaisree C (@cjaisree) June 8, 2020
20 Min old! Oh...cute....trying to balancing Mom .... enjoys the effort her baby makes to walk
Watching such beautiful scenes relaxes and makes us more attached to the eco system. TQ for sharing. — Ramaraju_SVH (@Ramaraju_TLC) June 8, 2020
Beauty of mother nature. It's a heart warming screenshot to see the mommy elephant turn protectively and support the baby jumbo, by pushing her trunk around little jumbo's leg. Mother's will be Mother's - always protective of their Kids.
— Gauri Deshmukh (@Always_Gauri) June 8, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Newborn elephant, Viral Video