#ঔরঙ্গাবাদ: কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছিল। সম্ভবত সেই কারণেই তাকে জ্যান্ত মাটিতে পুঁতে দেয় তার বাবা-মা। নিন্দনীয়, অমানবিক, চূড়ান্ত লজ্জাজনক ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে।
জেলার নান্দেদ এলাকার একটি বাড়ির পাশ থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পান স্থানীয়রা। তারপরেই শিশুটিকে মাটি খুঁড়ে উদ্ধার করেন তাঁরা। সেই ছবি ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন ঔরঙ্গাবাদের সাংসদ জলিল আহমেদ। বিদ্যুতের গতিতে তা ছড়িয়ে পড়ে। ২০২০ সালে দাঁড়িয়ে মেয়ে সন্তান হওয়ায় তাকে এভাবে জ্যান্ত মাটিতে কবর দেওয়ার মতো ঘটনায় নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে।
ঔরঙ্গাবাদের সাংসদ জলিল আহমেদ জানিয়েছেন, শিশুটিকে উদ্ধার করা হয়েছে এলাকার বাসিন্দাদের তৎপরতায়। তাঁকে উদ্ধার করার পর স্থানীয় পুলিশকে সম্পূর্ণ বিষয়টি জানান হয়েছে। নান্দেদের পুলিশ সুপার ঘটা ঘটনাটি তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছে।
জলিল আহমেদ বলেন, "শিশুকন্যাদের সুরক্ষিত করার কথা আমরা বার বার বলি। আমরা যদি সত্যিই এ বিষয়ে গুরুত্ব দিই, তবে যারা এই কাজ করেছেন তাদের কঠোর শাস্তি হওয়া উচিত। তবেই মানুষের কাছে বার্তা পৌঁছবে।"