New Zealand Terror Attack: মসজিদে জঙ্গি হামলায় নিহত ৫ ভারতীয়

Pic: (REUTERS)

 • Share this:

  #নয়াদিল্লি: নিউজিল্যান্ডে পরপর দুই মসজিদে হামলা ৷ যার জেরে মৃত্যুভূমিতে পরিণত হয়েছে ক্রাইস্টচার্চ ৷ গত শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে পরপর দুটি মসজিদে জঙ্গি হামলায় নিহতদের মধ্যে রয়েছে ৫ জন ভারতীয়ও ৷ ভারতীয় দূতাবাসের তরফে এমনটাই জানানো হয়েছে ৷

  নিউজিল্যান্ড পুলিশের তরফে জানানো হয়েছে, রবিবার সকাল পর্যন্ত মসজিদ হামলায় মোট ৫০ জনের মৃত্যু হয়েছে ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ৷ অভিযুক্তের নাম ব্রেনটন টরান্ট ৷ পুলিশ সূত্রে খবরস ব্রেনটন অস্ট্রেলিয়া বংশোদ্ভূত ৷

  ভারতের হাইকমিশনার রবিবার সকালে ট্যুইটে জানিয়েছেন, ‘আমরা খুবই দু:খিত ৷ নিউজিল্যান্ড ক্রাইস্টচার্চের ঘটনায় ৫ জন ভারতীয় প্রাণ হারিয়েছেন ৷’

  নিহত ৫ ভারতীয়র পরিচয়ও জানা গিয়েছে ৷ এদের নাম মেহেবুব খোখার, রামিজ ভোরা, আসিফ ভোরা, আনসি আলিবাঙা এবং ওজেয়ার কাদির ৷   নিউজিল্যান্ডের জঙ্গি হামলার জেরে কমপক্ষে এখনও পর্যন্ত অন্ততপক্ষে ৯ জন ভারতীয় বংশোদ্ভূত নিখোঁজ ৷ নিউজিল্যান্ডে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত সঞ্জীব কোহলি ট্যুইটে এমনটাই জানিয়েছিলেন ৷ এই ঘটনায় ইতিমধ্যেই হেল্পলাইন চালু করেছে ভারতীয় দূতাবাস ৷ সেই নম্বরে ফোন করে এই ঘটনায় নিখোঁজ নিজের পরিবারের সদস্য কিংবা প্রিয়জনের খোঁজ খবর জানা যাবে ৷  
  First published: