#নয়াদিল্লি: করোনা ভাইরাসের জেরে গোটা বিশ্বে অনিশ্চিয়তার একটি পরিবেশ সৃষ্টি হয়েছে ৷ একদিকে বেশ কিছু দেশে এই মহামারী থেকে যেখানে আস্তে আস্তে রিকভার করছে সেখানে অন্যদিকে বেশি কিছু দেশের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক ৷ তার মধ্যে সম্প্রতি জানা গিয়েছে, করোনার যে যে লক্ষণ এখনও পর্যন্ত জানা ছিল তার মধ্যে আরও একটি যুক্ত হয়েছে ৷ নতুন যে লক্ষণ সম্বন্ধে জানা গিয়েছে তাতে মুখে র্যাশ বেরনো সামিল রয়েছে ৷ তবে এখনও পর্যন্ত বিজ্ঞানীরা এই বিষয়ে কিছু জানায়নি ৷ ICMR ও এই লক্ষণ এখনও পর্যন্ত কিছু জানায়নি এবং এটি করোনা লক্ষণের মধ্যে সামিলও করা হয়নি ৷
কোভিড-১৯ ও সামান্য ফ্লুয়ের মধ্যে পার্থক্য করা অত্যন্ত মুশকিল ৷ সাধারণ ফ্লুয়ের মতো করোনা ভাইরাসের লক্ষণ জ্বর, সর্দি-কাশি, নিঃশ্বাস নিতে সমস্যা ৷ এছাড়াও কোভিড ১৯ এর যে লক্ষণ রয়েছে তা সামান্য ফ্লু হলেও দেখা যায় ৷ কোনও জিনিসের গন্ধ না পাওয়া, মুখে কোনও স্বাদ না থাকা ইত্যাদি ৷
মুখে র্যাশ হওয়া করোনা ভাইরাসের নতুন লক্ষণের মধ্যে সামিল করা হয়েছে ৷ স্পেনের এক চিকিৎসক এই বিষয়ে জানিয়েছেন ৷ তিনি জানিয়েছেন, গত কয়েকদিন তাঁর কাছে এরকম একাধিক করোনা রোগী এসেছেন যাদের মুখের ভিতরে র্যাশের সমস্যা রয়েছে ৷ এই সমস্যাকে চিকিৎসার পরিভাষায় Enanthem বলা হয়ে থাকে ৷
জামা ডার্মাটোলজিতে ১৫ জুলাই প্রকাশিত একটি রিসার্চে বলা হয়েছে, গত কিছু সময় ধরে যারা করোনা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ২১ জন রোগীর স্কিন র্যাশ ও ২১ এর মধ্যে ৬ জনের মাউথ র্যাশের সমস্যা ছিল ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Covid ১৯, Covid 19 symptoms, Rashes