#কলকাতা: দলের বক্তব্য জানাতে এবার রুটিন তৈরি করে দিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। রবিবার বাদে সপ্তাহের বাকি দিন দুপুর ১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত এই দায়িত্ব সামলাবেন বেশ কয়েকজন তৃণমূল মুখপাত্র। রাজনৈতিক মহলের মতে, সময় বেঁধে এই দায়িত্ব ভাগ করে দেওয়া আসলে দলে শৃঙ্খলা ও পেশাদারিত্বের পরিচয় বহন করে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশেই এই দায়িত্ব ভাগ।
উৎসব শেষ। শুরু হয়ে গিয়েছে বিধানসভা ভোটের আগে রাজনৈতিক প্রস্তুতি। রাজ্য রাজনীতি, জাতীয় রাজনীতি, আইনশৃঙ্খলা-সহ একাধিক ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করতে বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ নেতাদের নিয়েই তৈরি করা হয়েছে এই রুটিন। রস্টার-রুটিন অনুযায়ী সোম থেকে শুক্রবার দলের বক্তব্য জানাবেন রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। এর মধ্যে মঙ্গলবার থাকবেন মন্ত্রী শশী পাঁজা, বুধবার ওমপ্রকাশ মিশ্র, বৃহস্পতিবার নির্বেদ রায়, শনিবার থাকবেন নাদিমুল হক। এছাড়া দায়িত্বে থাকবেন রাজ্যসভার সাংসদ দীনেশ ত্রিবেদী, রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু। দলীয় নেতৃত্বের মতে, আগামী বিধানসভা ভোট পর্যন্ত এই তালিকা বহাল থাকবে। তবে প্রয়োজনে রদবদল হতে পারে। আপাতত দুপুর ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত তৃণমূল ভবনের মিডিয়া সেন্টারে অভিজ্ঞ নেতারা থাকবেন। এই সময়ের পরেও বাংলা, হিন্দি, ইংরেজি ভাষায় নেতারা তাঁদের বক্তব্য যে কোনও জায়গায় জানাতে পারবেন।
ABIR GHOSAL
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: TMC