#কলকাতা: লকডাউনে ব্যাঙ্কেও আংশিক লকডাউন ৷শহরাঞ্চলে ব্যাঙ্ক খোলা থাকবে ১০টা থেকে ২টা অবধি ৷১টি এলাকায় ১টি ব্যাঙ্কের ১টিই শাখা খোলা থাকবে ৷
৫ কিলোমিটারের মধ্যে অন্য শাখাগুলি বন্ধ করে রাখা হবে ৷ নির্দিষ্ট ব্যাঙ্কের অন্য শাখাগুলি বন্ধ রাখা হবে ৷ প্রথমে যেটি খোলা থাকবে নির্দিষ্ট কয়েকদিন সেটি খোলা থাকার পর ঘুরিয়ে ফিরিয়ে এই ব্যবস্থা চলবে ৷ ঘুরিয়ে ফিরিয়ে অন্য শাখাগুলি খোলা হবে ৷ গ্রামাঞ্চলে একদিন অন্তর ব্যাঙ্ক খোলা হবে৷ ১৩ এপ্রিল পর্যন্ত এই ব্যবস্থা চলবে ৷
মঙ্গলবার মধ্যরাত থেকে সারা ভারতে ২১ দিনের জন্য লকডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাতে জানা যায় শুধুমাত্র নিত্য প্রয়োজনীয় জিনিসের পরিচালন ছাড়া বাকি সব কিছু বন্ধ করে দেওয়া হচ্ছে ৷ যে নিত্য প্রয়োজনীয় পরিষেবাগুলি জারি রাখা হবে তার মধ্যে ছিল ব্যাঙ্কিং সেক্টরও ৷ সেখানে অবশ্য এই সময় শুধুমাত্র টাকা তোলা ও টাকা জমা দেওয়ার মতো কাজগুলিই করা যাচ্ছিল ৷ তবে এবার সেখানেও সর্বনিম্ন সংখ্যক কর্মী ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হল ৷ তাই এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করা হবে ব্যাঙ্কের বিভিন্ন শাখার কর্মীদের ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।