#মুম্বই: এ বার মহারাষ্ট্রে খোঁজ মিলল ওমিক্রন (Omicron in India) আক্রান্ত এক ব্যক্তির৷ ৩৩ বছর বয়সি ওই যুবক গত মাসেই দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরেছেন৷ এই নিয়ে ভারতে মোট চারজনের শরীরে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের (Omicron) খোঁজ মিলল৷
জানা গিয়েছে, আক্রান্ত ওই যুবক এখনও করোনার টিকা গ্রহণ করেননি৷ দক্ষিণ আফ্রিকার শহর কেপ টাউন থেকে দুবাই, দিল্লি হয়ে গত ২৪ নভেম্বর মুম্বই পৌঁছন তিনি৷ কয়েকদিন আগে সামান্য জ্বর হয় তাঁর৷ এ ছাড়া ওই আক্রান্তের শরীরে আর কোনও উপসর্গ দেখা যায়নি৷
আরও পড়ুন: দ্বিতীয় বার আক্রমণ করার বিষয়ে ডেল্টার থেকে তিনগুণ শক্তিশালী ওমিক্রন, বলছে গবেষণা
মহারাষ্ট্র সরকারের তরফে জারি করা বিবৃতিতে জানানো হয়েছে, আক্রান্ত যুবক কল্যাণ- ডোম্বিভিলি পুরসভা এলাকার বাসিন্দা৷ স্থানীয় একটি কোভিড কেয়ার সেন্টারে তাঁর চিকিৎসা চলছে৷
ইতিমধ্যেই ওই যুবকের সংস্পর্শে যাঁরা যাঁরা এসেছেন, তাঁদের চিহ্নিত করে করোনা পরীক্ষার কাজ শুরু হয়েছে৷ ওই যুবকের ঘনিষ্ঠ সংস্পর্শে আসা বারোজন এবং তুলনামূলক কম সংস্পর্শে আসা তেইশজনের করোনা পরীক্ষা করা হয়েছে৷ তাঁদের প্রত্যেকেরই রিপোর্ট নেগেটিভ এসেছে৷ এর পাশাপাশি, দিল্লি থেকে যে বিমানে ওই যুবক মুম্বই পৌঁছন, সেই বিমানের পঁচিশ জন যাত্রীর করোনা পরীক্ষার রিপোর্টও নেগেটিভ এসেছে৷
আরও পড়ুন: 'জন্ম দিলেন কেন?' চিকিৎসকের বিরুদ্ধে 'নজিরবিহীন' মামলা যুবতীর! জিতলেন ক্ষতিপূরণও...
ভারতে সবার প্রথমে কর্ণাটকে দুই ওমিক্রন আক্রান্তের খোঁজ মেেল৷ এঁদের মধ্যে একজন বিদেশি নাগরিক ছিলেন৷ শনিবারই গুজরাটের জামনগরে ওমিক্রন আক্রান্ত ৭২ বছর বয়সি এক বৃদ্ধের খোঁজ মিলেছে৷ তার পর মুম্বইয়েও ওমিক্রন আক্রান্তের সন্ধান মিলল৷
এখনও পর্যন্ত বিশ্বের ৩১টি দেশে ওমিক্রন ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে৷ এর মধ্যে দশটি দেশেই আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি৷ এর মধ্যে আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশ যেমন রয়েছে, সেরকমই ইউরোপের একাধিক দেশেও চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে করোনার এই নতুন ভ্যারিয়েন্ট৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Omicron