• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • উৎসবের মরশুমের জন্য যোগী সরকারের নতুন গাইডলাইন, কন্টেইনমেন্ট জোনে হবে না কোনও আয়োজন

উৎসবের মরশুমের জন্য যোগী সরকারের নতুন গাইডলাইন, কন্টেইনমেন্ট জোনে হবে না কোনও আয়োজন

 এর জেরেই কন্টেইনমেন্ট জোনে কোনও আয়োজন করার অনুমতি দেওয়া হয়নি ৷ উৎসব সংক্রান্ত কোনও গতিবিধির অনুমতি দেওয়া হয়নি ৷

এর জেরেই কন্টেইনমেন্ট জোনে কোনও আয়োজন করার অনুমতি দেওয়া হয়নি ৷ উৎসব সংক্রান্ত কোনও গতিবিধির অনুমতি দেওয়া হয়নি ৷

এর জেরেই কন্টেইনমেন্ট জোনে কোনও আয়োজন করার অনুমতি দেওয়া হয়নি ৷ উৎসব সংক্রান্ত কোনও গতিবিধির অনুমতি দেওয়া হয়নি ৷

 • Share this:

  #লখনউ: শুরু হয়ে গিয়েছে উৎসবের মরশুম ৷ করোনাকালে উত্তরপ্রদেশ সরকার নতুন গাইডলাইন জারি করেছে (Festive Season Guideline) ৷ উত্তরপ্রদেশে কোভিড ১৯ মামলা লাগাতার বেড়েই চলেছে ৷ এর জেরেই কন্টেইনমেন্ট জোনে কোনও আয়োজন করার অনুমতি দেওয়া হয়নি ৷ উৎসব সংক্রান্ত কোনও গতিবিধির অনুমতি দেওয়া হয়নি ৷

  গাইডলাইন অনুযায়ী,আয়োজকদের নিজেদের স্টাফদের মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার সাবান-সহ বিভিন্ন ব্যবস্থা রাখতে হবে ৷ এছাড়া থার্মাল স্ক্যানিং, সামাজিক দূরত্ব ও ফেস মাস্ক পরা বাধ্যতামূলক ৷ সকলে নিয়ম মেনে চলছে কিনা তা সুনিশ্চিত করার ভলান্টিয়ার রাখতে হবে ৷ পাশাপাশি ডিজিটাল পেমেন্টের ব্যবস্থা রাখতে হবে ৷ কী কী নির্দেশ মানতে হবে সেই সংক্রান্ত সমস্ত নির্দেশ জায়গায় জায়গায় লাগাতে হবে ৷

  সরকারের জারি গাইডলাইনে বলা হয়েছে ঠাকুরের মূর্তি খালি জায়গায় রাখতে হবে ৷ সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে ৷ রাস্তা বা রাস্তার মোড়ে মূর্তি বা তাজিয়া রাখা চলবে না ৷ আয়োজকদের ঠাকুরের মূর্তি ছোট রাখার নির্দেশ দেওয়া হয়েছে ৷ বিসর্জনের আগে থেকে রুট ম্যাপ তৈরি করতে হবে এবং প্রশাসনের অনুমতি নিতে হবে ৷ রুট ম্যাপ লম্বা হলে অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা রাখতে হবে ৷ এখানেও সামাজিক দূরত্ব ও ফেস মাস্ক পরা বাধ্যতামূলক ৷

  Published by:Dolon Chattopadhyay
  First published: