#লখনউ: শুরু হয়ে গিয়েছে উৎসবের মরশুম ৷ করোনাকালে উত্তরপ্রদেশ সরকার নতুন গাইডলাইন জারি করেছে (Festive Season Guideline) ৷ উত্তরপ্রদেশে কোভিড ১৯ মামলা লাগাতার বেড়েই চলেছে ৷ এর জেরেই কন্টেইনমেন্ট জোনে কোনও আয়োজন করার অনুমতি দেওয়া হয়নি ৷ উৎসব সংক্রান্ত কোনও গতিবিধির অনুমতি দেওয়া হয়নি ৷
গাইডলাইন অনুযায়ী,আয়োজকদের নিজেদের স্টাফদের মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার সাবান-সহ বিভিন্ন ব্যবস্থা রাখতে হবে ৷ এছাড়া থার্মাল স্ক্যানিং, সামাজিক দূরত্ব ও ফেস মাস্ক পরা বাধ্যতামূলক ৷ সকলে নিয়ম মেনে চলছে কিনা তা সুনিশ্চিত করার ভলান্টিয়ার রাখতে হবে ৷ পাশাপাশি ডিজিটাল পেমেন্টের ব্যবস্থা রাখতে হবে ৷ কী কী নির্দেশ মানতে হবে সেই সংক্রান্ত সমস্ত নির্দেশ জায়গায় জায়গায় লাগাতে হবে ৷
Government of Uttar Pradesh issues SOPs/guidelines for the festive season from October to November 2020, in the wake of #COVID19. No festival-related activities allowed in Containment Zones. Organisers, staff & visitors coming from Containment Zones not allowed at such events. pic.twitter.com/QhrxQSAXxA
— ANI UP (@ANINewsUP) October 11, 2020
সরকারের জারি গাইডলাইনে বলা হয়েছে ঠাকুরের মূর্তি খালি জায়গায় রাখতে হবে ৷ সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে ৷ রাস্তা বা রাস্তার মোড়ে মূর্তি বা তাজিয়া রাখা চলবে না ৷ আয়োজকদের ঠাকুরের মূর্তি ছোট রাখার নির্দেশ দেওয়া হয়েছে ৷ বিসর্জনের আগে থেকে রুট ম্যাপ তৈরি করতে হবে এবং প্রশাসনের অনুমতি নিতে হবে ৷ রুট ম্যাপ লম্বা হলে অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা রাখতে হবে ৷ এখানেও সামাজিক দূরত্ব ও ফেস মাস্ক পরা বাধ্যতামূলক ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona Virus