corona virus btn
corona virus btn
Loading

১৬৫ কোটি টাকা ব্যয়ে নতুন সেতু তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

১৬৫ কোটি টাকা ব্যয়ে নতুন সেতু তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর
File Photo

পশ্চিম বর্ধমানের সঙ্গে বীরভূমকে জুড়তে ১৬৫ কোটি টাকা ব্যয়ে নতুন সেতুর তৈরির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

  • Share this:

#বর্ধমান: দীর্ঘদিনের দাবি মিটেছে সোমবার । পশ্চিম বর্ধমানের সঙ্গে বীরভূমকে জুড়তে ১৬৫ কোটি টাকা ব্যয়ে নতুন সেতুর তৈরির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অজয় নদের উপর স্থায়ী সেতু তৈরির এই ঘোষণায় খুশি দুই জেলার বাসিন্দারা।

সোমবার কাঁকসা সরকারি সভায় পশ্চিম বর্ধমানের সঙ্গে বীরভূমকে জুড়তে ১৬৫ কোটি টাকা ব্যয়ে অজয়ের উপর নতুন সেতু তৈরির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

কাঁকসা ব্লকের শিবপুরে অজয় নদের উপর এতদিন অস্থায়ী সেতু তৈরি করে যাতায়াতের ব্যবস্থা করেছিল বীরভূমের ইলামবাজার পঞ্চায়েত সমিতি। আদায় করা হত করও। কিন্তু বর্ষায় অজয়ের স্রোতে ভেঙে যায় সেতু। নৌকাই ভরসা তখন। ইলামবাজার , পানাগড়ের দার্জিলিং মোড় হয়ে যাতায়াত করতে হয় গাড়ি চালকদের। সময় ও খরচ। দুই বেশি লাগে। নতুন সেতু হলে কুড়ি কিলোমিটা পথ কমে যাবে। সময়ও লাগবে আধঘণ্টা কম।

জানুয়ারির প্রথম সপ্তাহে বীরভূমের জয়দেব কেঁদুলি মেলায় গিয়ে সেতুর শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী।

First published: December 13, 2017, 1:36 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर