হোম /খবর /দেশ /
পা পিছলে লিফটের শ্যাফটে পড়ে গেল নাবালক, দিল্লির ফ্যাক্টরিতে ভয়াবহ দুর্ঘটনা

New Delhi: পা পিছলে লিফটের শ্যাফটে পড়ে গেল নাবালক, দিল্লির ফ্যাক্টরিতে ভয়াবহ দুর্ঘটনা

কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে অব্যবস্থা ও গাফিলতির অভিযোগ এনে মামলা দায়ের করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ছেলেটি এখানে কাজ করত কি না, তা আমরা খতিয়ে দেখা হচ্ছে। যদি তা প্রমাণিত হয়, তাহলে কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে শ্রম আইন অনুযায়ীও মামলা দায়ের করা হবে।

আরও পড়ুন...
  • Share this:

দিল্লি: দিল্লিতে ভয়াবহ দুর্ঘটনা। এয়ার কুলার ফ্যাক্টরির লিফটের শ্যাফটে পড়ে গিয়ে মৃত্যু ১৫ বছরের নাবালকের। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় মৃত যুবকের নাম অলোক। অলোকের মা ওই এয়ার কুলার ফ্যাক্টরিতে কাজ করতেন। দিল্লির বাওয়ানা ইনডাস্ট্রিয়াল এলাকায় ঘটেছে ঘটনাটি।

জানা গিয়েছে, ঘটনার দিন মায়ের সঙ্গে দেখা করতে ওই বিল্ডিংয়ে গিয়েছিল অলোক। মাঝে এদিক ওদিক ঘুরতে ঘুরতে হঠাৎই সে পা পিছলে পড়ে যায় এলিভেটর শ্যাফট-এ। ওই এবিভেটর সাধারণত মালপত্র ওঠানো-নামানোর জন্য ব্যবহার করা হত। পা পিছলে পড়ে লিফটের তারের মধ্যেই জড়িয়ে পড়ে সে। ঝুলতে থাকে  তিনতলার লিফটের কাছে।

আরও পড়ুন: এক গা সোনার গয়না, জমকালো শাড়ির উপর সাদা কোট, গলায় স্টেথোস্কোপ, প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে এলেন নববধূ

আরও পড়ুন :  গভীর গাউনে পাঁচ লহরী হিরে-পান্নার কণ্ঠহারে রিসেপশনে সুন্দরী কিয়ারা, এ বার কি ৭০ কোটির বাংলোয় শুরু সংসার

তারের জাল থেকে নিজেকে যখন অলোক ছাড়ানোর চেষাট করছে, তখনই ঘটল মর্মান্তিক ঘটনা। একতলা থেকে একটি লিফট উপরের দিকে উঠতে শুরু করতেই তাঁকে পিষে দিয়ে যায় সেটি। গোটা ঘটনাটি ঘটে রবিবার বেলা ৩ টের সময়। পরিস্থিতি বুঝেই অবশ্য লিফট থামিয়ে দেওয়া হয়। তারে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় নাবালক। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষপর্যন্ত বাঁচানো যায়নি।

কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে অব্যবস্থা ও গাফিলতির অভিযোগ এনে মামলা দায়ের করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ছেলেটি এখানে কাজ করত কি না, তা আমরা খতিয়ে দেখা হচ্ছে। যদি তা প্রমাণিত হয়, তাহলে কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে শ্রম আইন অনুযায়ীও মামলা দায়ের করা হবে।

Published by:Satabdi Adhikary
First published:

Tags: New Delhi