#আগ্রা: ওই তো দিন কয়েক আগের কথা। দিল্লির মালব্য নগরের 'বাবা কা ধাবার' মালিক আশি বছরের কান্তাপ্রসাদের চোখের জল দূর করেছিল সোশ্যাল মিডিয়ার একটি পোস্ট। লকডাউনে থমকে যাওয়া ব্যবসা এক পোস্টেই চাঙ্গা হয়ে গিয়েছিল। ঠিক একই ভাবে এবার ভাইরাল আগ্রার 'বাবা কা ধাবা'। ৯০ বছর বয়সি আগ্রার রাস্তার ধারের খাবার বিক্রেতা এখন নেটাগরিকদের সুবিচারের আশায় চোখ ভরা জল নিয়ে চেয়ে রয়েছেন।
দিন কয়েক আগেই ইন্সটাগ্রামে ধনিষ্ঠা বলে এক গ্রাহক আগ্রার বিখ্যাত এক কাঞ্জিবড়ার দোকানের ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি জানান, এই দোকানদারের বয়স ৯০। চল্লিশ বছর ধরে তিনি বড়া বিক্রি করে চলেছেন আগ্রায়। লকডাউন আজ তাঁকে পথে বসিয়েছে।
ধানিষ্ঠার ইন্সটা অ্যাকাউন্ট থেকে ওই কাঞ্জিবড়াওয়ালার লোকেশান শেয়ার করা হয়। উনি সমস্ত ফলোয়ারকে এই বৃদ্ধকে সাহায্য করার জন্য অনুরোধ জানান। তিনি লেখেন, "আমার কাঞ্জিবড়া বিক্রেতা কাকু। চল্লিশ বছর ধরে কাঞ্জিবড়া বেচছেন।এই করোনার দিনে তাঁর আয় ২৫০-৩০০ টাকায় নেমে এসেছে। এই আয়ে কিছুতেই তিনি সবটা সামাল দিতে পারছেন না। তার ঠিকানা কমলানগর প্রফেসার কলোনি। আমি আশা করি আপনারা এই কাকুর কাছে পৌঁছে যাবেন।খাবার খেয়ে দাম দেবেন তাঁকে।"
তিনি পোস্ট করার পরে অন্তত ১ লক্ষ ৫৬ হাজার মানুষ পোস্টটি দেখছেন, হাজার হাজার শেয়ার হয়েছে। পোস্টটি। সোশ্যাল মিডিয়া ভাগ্য বদলে দিয়েছিল শিবালিক নগরের বৃদ্ধ দম্পতির। তার কান্নাভেজা আর্তির ভিডিও দেশ জুড়ে ভাইরাল হয়। বলাবলি শুরু হয় নেটিজেনরা এমন কাজও পারে। আর সেই ট্রেন্ডিং ভিডিও থেকে পাওয়া আশায় আজ সুদিনের অপেক্ষায় পথ চেয়ে আগ্রার দাদু।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Agra