#বারাণসী: নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে মন্দির! বারাণসীতে উদ্বোধন হল এমন এক মন্দির, যেখানে দেবতা নেতাজি৷ আজ অর্থাত্ বৃহস্পতিবার বারাণসীর আজাদ হিন্দ মার্গে তৈরি করা হয়েছে নেতাজির মন্দির৷ মন্দিরের উদ্বোধন করেন আরএসএস নেতা ইন্দ্রেশ কুমার৷ আজ অর্থাত্ বৃহস্পতিবার মন্দিরটি উদ্বোধন করা হয়েছে৷
সূত্রের খবর, ওই মন্দিরে প্রধান পুরোহিত নিয়োগ করা হয়েছে একজন দলিত মহিলাকে৷ সকালে আরতির সময় 'ভারত মাতা'-র গান হবে৷ বারাণসীতে সুভাষ ভবনের সামনে বিশাল কালো গ্রানাইটে তৈরি করা হয়েছে নেতাজির মূর্তি৷ মন্দিরের রং লাল ও সাদা৷
মন্দিরের দায়িত্বে থাকা বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাজিবের কথায়, 'লাল রং হল বিপ্লবের প্রতীক৷ সাদা হল শান্তির প্রতীক৷ কালো রং শক্তির প্রতীক৷ তাই এই তিন রং ব্যবহার করা হয়েছে৷ নেতাজির স্মরণে মানুষের মনে দেশভক্তি বাঁচিয়ে রাখাই এই মন্দির তৈরির উদ্দেশ্য৷'
প্রসঙ্গত, বারাণসীতে প্রচুর বাঙালির বাস৷ বেশির ভাগ বিধবা, যাঁরা তাঁদের শেষ জীবন এই প্রাচীন শহরে কাটাতে আসেন, তাঁরা বেশির ভাগই বাঙালি৷ বারাণসীকে অনেকে মিনি-বেঙ্গলও বলা হয়৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Netaji Subhas Chandra Bose, Subhas Chandra Bose Temple, Varanasi