#পটনা: বিহারের কিষানগঞ্জের কাছে ভারত নেপাল বর্ডারে গুলি চলল। অভিযোগ নেপালের পুলিশ বাহিনী তিন ভারতীয় নাগরিকের দিকে লক্ষ্য করে রবিবার বিকেলে গুলি চালিয়েছে। গুলি লাগে একজনের গায়ে, গুরুতর জখম অবস্থায় ওই ব্যক্তিকে কিষানগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
কিষানগঞ্জের পুলিশ সুপার জানিয়েছেন ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে।
মে মাসের ২০ তারিখ থেকে উত্তরাখণ্ডের কালাপানি, লিপুলেখ ও লিমপিয়াধুরা অঞ্চলকে নিজেদের বলে দাবি করতে থাকে নেপাল। সংবিধানে সংশোধনী এনে মানচিত্র সংশোধনও করে তারা। এর কয়েক দিন পরে বিহারের কাছে সিতামারি অঞ্চলেও নেপালের সশস্ত্রবাহিনী ভারতীয়দের লক্ষ্য করে গুলি চালায়। এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয় ঘটনার জেরে। গুরুতর আহত হন আরও দু'জন।