#বিহার: ভারতের সঙ্গে সংঘাত ক্রমশ বাড়িয়ে চলেছে নেপাল৷ এবার বাঁধ মেরামতির কাজেও বাধা দিতে শুরু করল তারা৷ যার ফলে বিহারের বিস্তীর্ণ এলাকায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে৷ সংবাদসংস্থার কাছে এমনই দাবি করেছেন বিহারের জলসম্পদ দফতরের প্রতিমন্ত্রী সঞ্জয় ঝা৷
বিহারের ওই মন্ত্রীর দাবি, ভারত নেপাল সীমান্তে গন্ডক ব্যারেজ নিয়ে সমস্যা দেখা দিয়েছে৷ ওই ব্যারেজের মোট ৩৬টি গেটের মধ্যে ১৮টি পড়ে নেপালের সীমার মধ্যে৷ ব্যারেজের যে অংশে বন্যা প্রতিরোধ করার ব্যবস্থা রয়েছে, সেখানে পৌঁছনোর পথে বাধা সৃষ্টি করেছে নেপাল৷ ফলে বিহার সরকারের ইঞ্জিনিয়ার এবং কর্মীরা সেখানে পৌঁছতে পারছেন না৷ অতীতে কখনও এরকম হয়নি বলে জানিয়েছেন বিহারের ওই মন্ত্রী৷
নো ম্যানস ল্যান্ড-এর মধ্যে লাল বাকেয়া নদীর উপরে গন্ডক বাঁধের মেরামতি কাজেও নেপাল বাধা দিচ্ছে বলে অভিযোগ৷ অন্যান্য কয়েকটি জায়গাতেও নেপাল কাজে বাধা দিচ্ছে বলে জানিয়েছেন সঞ্জয় ঝা৷ এই প্রথম নেপালের সীমার মধ্যে বাঁধ মেরামতির কাজে কর্মী এবং উপকরণ নিয়ে যেতে গিয়ে বাধার মুখে পড়তে হচ্ছে বলেও অভিযোগ করেছেন বিহারের ওই মন্ত্রী৷
তিনি জানিয়েছেন বিষয়টি নিয়ে বিহার সরকারের ইঞ্জিনিয়াররা এবং ওই এলাকার জেলাশাসক নেপালের আধিকারিকদের সঙ্গে আলোচনা চালাচ্ছেন৷ তিনি নিজেও ভারত সরকারের বিদেশমন্ত্রককে চিঠি লিখে পরিস্থিতির কথা জানাবেন বলে দাবি করেছেন বিহারের জলসম্পদ দফতরের মন্ত্রী৷ তাঁর আশঙ্কা, বাঁধের মেরামতি কাজ সময়মতো না সারতে পারলে বিহারের বিস্তীর্ণ অংশ বন্যার কবলে পড়বে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: India Nepal Dispute