• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • NEET UG 2019 RE EXAM SUPREME COURT DIRECTS TO TAKE NEET UG 2019 RE EXAM FOR ODISHA BENGALURU SILIGURI

ফণী কবলিত এলাকায় ফের NEET পরীক্ষা নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

 • Share this:

  #নয়াদিল্লি: ফণীর স্মৃতিতে এখনও কাঁপছে ওডিশা ৷ কয়েক ঘণ্টার ঝড়ে রীতিমত তছনছ হয়ে গিয়েছিল এই রাজ্য ৷ রীতিমত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে গোটা রাজ্য ৷ গত ৩ মে ওডিশায় আছড়ে পড়ে ফণী ৷ ঘূর্ণিঝড়ের জেরে গত ৫ মে পরীক্ষা দিতে যেতে ব্যর্থ হন একাধিক পরীক্ষার্থী ৷ তাদের কথা মাথায় রেখেই আগামী ২০ মে ফের NEET পরীক্ষার দিন স্থির হয়েছে ৷ শুক্রবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, ওডিশার সাতটি জেলা-সহ কর্ণাটক, বেঙ্গালুরুতেও ফের NEET পরীক্ষা হতে চলেছে ৷ ওডিশার সাতটি জেলা ছাড়াও পরীক্ষার দিনে যারা হাম্পি এক্সপ্রেস হয়ে 16591 নম্বরের ট্রেনে হাম্পি এক্সপ্রেস হয়ে বেঙ্গালুরু এসে যারা পরীক্ষা কেন্দ্রে এসে পৌঁছতে পারেনি ৷ তারাও পরীক্ষায় বসবেন আগামী ২০ মে ৷

  NTA

  এর পাশাপাশি পশ্চিমবঙ্গের শিলিগুড়িতেও ফের ২০ মে NEET পরীক্ষা হতে চলেছে ৷ কারণ নির্দিষ্ট পরীক্ষার দিনে পরীক্ষার্থীদের কাছে এসে পৌঁছয়নি হিন্দি প্রশ্নপত্র ফর্ম ফিলআপ করা স্বত্ত্বেও ৷ সেই কারণে বেশ কিছু পরীক্ষার্থী নিট পরীক্ষা দিতে নির্দিষ্ট দিনে ব্যর্থ হয়েছিলেন ৷ যার জেরে সুপ্রিম কোর্টের নির্দেশে ফের শিলিগুড়িতে এই পরীক্ষা হতে চলেছে ৷

  First published: