Home /News /national /
২৫ পেরলেও থাকছে ডাক্তার হওয়ার সুযোগ !

২৫ পেরলেও থাকছে ডাক্তার হওয়ার সুযোগ !

Photo Collected

Photo Collected

 • Share this:

  #নয়াদিল্লি: পিছোতে চলছে ২০১৯-এর NEET পরীক্ষার আবেদনের শেষ তারিখ ৷ ন্যাশনল টেস্টিং এজেন্সি বা NTA-কে এই মর্মেই নির্দেশে দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ NEET পরীক্ষায় আবেদনের শেষ দিন ছিল ৩০-এ নভেম্বর ৷ NEET UG ২০১৯-এর জন্য ২৫ বছরের বেশি প্রার্থীরাও আবেদন করতে পারবেন ৷ এই মর্মে একটি মামলা হয় ৷ তারই শুনানিতে উঠে আসে সুপ্রিম কোর্টের এই মত ৷

  এতদিন NEET পরীক্ষার জন্য সর্বোচ্চ বয়সসীমা ছিল ২৫ বছরের মধ্যে ৷ এর পরিবর্তন চেয়ে আবেদন করেন অনেক প্রার্থী ৷ তারই শুনানি ছিল বৃহস্পতিবার ৷ সেখানে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয় যে ২৫ বছরের বেশি প্রার্থীদের থেকেও আবেদন নিতে হবে ৷ তবে NEET-র জন্য সর্বোচ্চ বয়সসীমা কত হবে তার চূড়ান্ত সিদ্ধান্ত হবে CBSE-র সর্বোচ্চ বয়সসীমা অনুযায়ী ৷

  আরও পড়ুন ‘‘কেন সিঁথিতে সিঁদুর পরেন স্মৃতি’’- প্রশ্নের উত্তরে যা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী

  ২০১৯-এ NEET UG-র একটি মাত্র প্রবেশিকা পরীক্ষা হবে ৷ আবদেন পত্রও মিলবে অনলাইন ৷ পরীক্ষাটি হবে ৫ই মে ২০১৯ ৷ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নপত্র হবে ৷ থাকবে ৪৫টি প্রশ্ন ৷ ৫ই জুন রেজাল্ট বেরোবে ৷

  First published:

  Tags: NEET, NEET 2019, Supreme Court

  পরবর্তী খবর