#নয়াদিল্লি: বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠকে সব থেকে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ নীলাচল ইস্পাত নিগম লিমিটেড নামক সরকারি সংস্থা বিক্রির বিষয়ে সিলমোহর দিয়েছে ৷ এই সংস্থার ১০০ শতাংশ শেয়ার বেচবে ৷ এছাড়াও ক্যাবিনেট কোল মাইনিং বা কয়লা খনিতে বাণিজ্যিক ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্র পরিষ্কার করা হয়েছে ৷ এই জন্য এমএমডিআর অ্যাক্ট বা আইনে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে ৷ এই কারণেই ক্যাবিনেট মঞ্জুর করেছে বিষয়টি ৷ নীলাচল ইস্পাত সংস্থার ১০০ শতাংশ বিক্রি করেছে ৷ এই সংস্থার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এই হল যে এমএমটিসিতে ৪৯.০৮ শতাংশ অংশীদারী রয়েছে ৷ এনএমডিসিতে ১০.১০, মেকান ও ভেলে সব মিলিয়ে ০.৬০ শতাংশ অংশীদারী রয়েছে ৷
অর্থবর্ষ ২০১৮-১৯ সালে এই সমস্ত সংস্থার লাভ হয়েছে ১২৬ শতাংশ ৷ এর উৎপাদন ক্ষমতা ১.১ মিলিয়ন টন হয়েছে ৷ কেন্দ্রীয় সরকার মনে করছে যে বিপুল পরমাণে রোজগার করবে সংস্থাটি ৷ এই কারণেই বিশেষজ্ঞ নিয়োগ করা হবে খুব তাড়াতাড়ি, সেই প্রক্রিয়াই চলছে এখন ৷ কয়লা সংক্রান্ত বিষয়ে কেন্দ্র এক বড়সড় সিদ্ধান্ত নিয়েছে ৷ কয়লাখনি সংক্রান্ত দফতরের নিলামের পথে হাঁটছে ৷ এই নিলামে অংশগ্রহণ করতে পারে স্টিল সেক্টর, পাওয়ার সেক্টরও এই নিলামে অংশগ্রহণ করতে পারে ৷ অনন্ত এমনটাই জানা গিয়েছে ৷ শুধুই খনন কার্য নয়, বাণিজ্যিক খননের কাজও করতে পারে ৷
এই কারণেই এমএমডিআর আইনে বদল আসতে চলেছে ৷ বিভিন্ন ক্রমান্বয়গুলি ছাড়পত্রের ভিত্তিতে করা হবে ৷ এখন এই সমস্ত পদক্ষেপ নিতে সময়ের অপেক্ষা ৷ রাষ্ট্রপতি আগামিকালের মধ্যে সই করলেই ৷ ২৪ ঘণ্টার মধ্যে এই পরিবর্তন চোকে আসবে ৷ প্রথম পর্যয়ের বা প্রথম দফার অকশনা করেছে কেন্দ্রীয় সরকার ৷ এর মধ্যে সমস্ত প্রস্তাবটি গৃহীত হবে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Business, Central government, Modi Government, Neelachal Ispat Nigam Limited