corona virus btn
corona virus btn
Loading

বিরোধীরা একজোট-এনডিএ এককাট্টা, মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বৈঠক

বিরোধীরা একজোট-এনডিএ এককাট্টা, মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বৈঠক
নিজস্ব চিত্র
  • Share this:

#নয়াদিল্লি: বিরোধীরা যেদিন দিল্লিতে ঐক্যের ছবি তুলে ধরল, সেদিনই ‘হাম সাথ সাথ হ্যায়’ বার্তা এনডিএর। অমিত শাহের ডাকে এনডিএর নেতারা দিল্লিতে নৈশভোজে। এর আগে, বিজেপির সদর দফতরে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বৈঠক নরেন্দ্র মোদির।

দেশ জুড়ে এখন একটাই প্রশ্ন। বৃহস্পতিবার কার বৃহস্পতি তুঙ্গে? বৃহস্পতিবার গণনার ২ দিন আগে কেন্দ্রের শাসক-বিরোধী দুই শিবিরই নিজেদের ঐক্যের ছবি তুলে ধরল।

মঙ্গলবার দুপুরে, বিজেপি বিরোধী বাইশটি দল কমিশনে গিয়ে ইভিএম নিয়ে নালিশ জানায়। এর কয়েক ঘণ্টার মধ্যেই দিল্লিতে বিজেপির সদর দফতরে হাজির নরেন্দ্র মোদি। বৈঠক করেন নিজের মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে। বৈঠকে ছিলেন অমিত শাহও।

নরেন্দ্র মোদি ও তাঁর প্রধান সেনাপতি অমিত শাহ, ফল বেরনোর আগেই বারবারই দাবি করছেন, দিল্লিতে ফের একবার বিজেপির সরকার। বিজেপি একাই না কি তিনশো পার করবে। বিভিন্ন বুথ ফেরত সমীক্ষাতেও তেমনই ইঙ্গিত। যা একেবারেই মানতে রাজি নয় বিরোধীরা। তাদের অভিযোগ, বিজেপি যাতে ইভিএম বদলে দিতে পারে অথবা কারচুপি করতে পারে তাই বুথফেরত সমীক্ষার ফলে বিজেপিকে এভাবে এগিয়ে রাখা হয়েছে। পালটা বিজেপি কটাক্ষের সুরে বলছে, হার নিশ্চিত বুঝেই এখন থেকে ইভিএমের ঘাড়ে দোষ চাপাচ্ছে বিরোধীরা। বিরোধীদের এই জবাব দেওয়ার পাশাপাশি ফল বেরনোর পর রণকৌশল কী হবে সেটাও ঠিক করে রাখতে চাইছে বিজেপি। সেই মতো এ দিন এনডিএর শরিক দলের নেতাদের নৈশভোজে আমন্ত্রণ অমিত শাহের।

জেডিইউয়ের নীতীশ কুমার থেকে শুরু করে শিবসেনার উদ্ধব ঠাকরে, সকলেই হাজির হন দিল্লির অশোকা হোটেলে নৈশভোজে।

গতবার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়েই কেন্দ্রে সরকার গড়েছিল বিজেপি। এবার কী হয় তা জানা যাবে বৃহস্পতিবার। ফল বেরনোর আগে অবশ্য শরিকদের পাশে নিয়ে এগোনোর বার্তা নরেন্দ্র মোদি-অমিত শাহের।

First published: May 21, 2019, 9:34 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर