#নয়াদিল্লি: কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধির সঙ্গে এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের ১ ঘণ্টার বৈঠকের পরেও মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে জট কাটল না৷ বৈঠক শেষে কংগ্রেস জানাল, বৈঠক ইতিবাচক হয়েছে৷ আরও আলোচনা প্রয়োজন৷ যদিও শরদ পাওয়ারের দাবি, সরকার গঠন নিয়ে কোনও কথা হয়নি৷ অন্যদিকে এনডিএ শরিক রিপালিকান পার্টির সুপ্রিমো তথা কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটওয়ালের দাবি, তিনি শিবসেনা নেতা সঞ্জয় রাউতের সঙ্গে কথা বলেছেন৷ ৩ বছর বিজেপি-র মুখ্যমন্ত্রী ও ২ বছর শিবসেনার মুখ্যমন্ত্রিত্বের প্রস্তাব তিনি দিয়েছেন৷ ভাবনা-চিন্তার আশ্বাস দিয়েছে শিবসেনা৷
Sharad Pawar, Nationalist Congress Party (NCP) on Shiv Sena claiming to have support of 170 MLAs: I don't know about this 170 figure. You should have asked them (Shiv Sena). pic.twitter.com/p6Qeq8sKw1
— ANI (@ANI) November 18, 2019
ভোটের ফল প্রকাশের পর ২৫ দিন কেটে গিয়েছে৷ এখনও সরকার গঠন করা হয়নি মহারাষ্ট্রে৷ রাষ্ট্রপতি শাসনের অধীনে রাজ্য৷ বিজেপি আগেই জানিয়ে দিয়েছে, তাদের হাতে সরকার গঠন করার মতো সংখ্যা নেই৷ এ বার শিবসেনার সঙ্গে জোট করে কংগ্রেস ও এনসিপি সরকার গঠন করবে কি না, সেটাই প্রশ্ন৷ এ হেন পরিস্থিতিতে আজ সনিয়া গান্ধির সঙ্গে বৈঠক করেন শরদ পাওয়ার৷
Sharad Pawar on if Sonia Gandhi is opposed to forming Govt in alliance with Shiv Sena: There was no talk of Govt formation in our meeting, this meeting was all about discussing Congress and NCP. https://t.co/26TnM7lhRf pic.twitter.com/rghFDkuc6A — ANI (@ANI) November 18, 2019
সূত্রের খবর, এনসিপি নেতা অজিত পাওয়ার, জয়ন্ত পাতিল ও ছগন ভুজবালকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে৷ আজই রাতে দিল্লি চলে আসছেন নবাব মালিকও৷ এ দিন বৈঠক শেষে শরদ পাওয়ার বলেন, 'আমরা জোট নিয়ে কোনও কথা বলিনি৷ বিষয়টি নিয়ে আগে আমরা নিজেদের মধ্যে কথা বলব৷ আমাদের কাছে ৬ মাস সময় রয়েছে৷ দু দলের নেতারা কথা বলবেন৷ দ্রুত পরবর্তী পদক্ষেপ করা হবে৷ আমাদের শীর্ষ নেতৃত্ব পরিস্থিতি খতিয়ে দেখছেন৷ তাঁরা আমাদের নিজেদের মত জানাবেন৷ জানি না, শিবসেনা কোথা থেকে ১৭০ জন বিধায়ক পাচ্ছে৷'
Sharad Pawar after meeting Sonia Gandhi: We discussed in detail about Maharashtra's political situation. I briefed her on it. Mr. AK Antony was also there. Certain leaders of both(Congress-NCP) parties will meet and discuss further and get back to us pic.twitter.com/0QKsSsD8oD
— ANI (@ANI) November 18, 2019
এ দিন যখন শরদ পাওয়ার সনিয়ার সঙ্গে বৈঠক করছেন, তখন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটওয়ালে হঠাত্ দাবি করেন, তিনি শিবসেনা নেতা সঞ্জয় রাউতের সঙ্গে কথা বলেছেন৷ তিনি সঞ্জয় রাউতকে প্রস্তাব দেন, তিন বছর বিজেপি-র মুখ্যমন্ত্রী থাকবে, ২ বছর থাকবে শিবসেনার মুখ্যমন্ত্রী৷ তাঁর কথায়, 'সঞ্জয়জি বলেছেন, যদি এই ফর্মুলায় বিজেপি রাজি থাকে, তা হলে ভেবে দেখবে শিবসেনা৷ আমি বিজেপি-র সঙ্গে কথা বলব৷'