• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • গোয়ায় ভেঙে পড়ল MiG-29K যুদ্ধবিমান, সুরক্ষিত ২ পাইলট

গোয়ায় ভেঙে পড়ল MiG-29K যুদ্ধবিমান, সুরক্ষিত ২ পাইলট

ট্রেনিংয়ের সময় ভেঙে পড়ে বিমানটি ৷

ট্রেনিংয়ের সময় ভেঙে পড়ে বিমানটি ৷

ট্রেনিংয়ের সময় ভেঙে পড়ে বিমানটি ৷

 • Share this:

  #পানাজি: গোয়ায় ভেঙে পড়ল ভারতীয় নৌসেনার MiG-29K যুদ্ধবিমান ৷ ট্রেনিংয়ের সময় ভেঙে পড়ে বিমানটি ৷ তবে যুদ্ধবিমানের দু’জন পায়লট সুরক্ষিত রয়েছেন ৷ তারা যুদ্ধবিমান থেকে সঠিক সময় বেরোতে সফল হয়েছেন ৷

  টেক অফের কিছুক্ষণ পরেই ভেঙে পড়ে বিমানটি ৷ নৌসেনার মুখপাত্র কমান্ডার বিবেক মাধওয়াল জানিয়েছেন, মিগ-২৯ কে বিমানটির ইঞ্জিনে আগুন লেগে যায়। দুই পাইলট ক্যাপ্টেন এম শিওখাঁদ  ও লেফটেন্যান্ট কমান্ডার দীপক যাদব নিরাপদে বেরিয়ে এসেছেন।

  আকাশে ওড়ার পর ইঞ্জিনের সঙ্গে একটি পাখির ধাক্কা লাগে। এরপর সেই ইঞ্জিনে আগুন লেগে যায়। পরিস্থিতি আঁচ করে দুই পাইলট। বিমানটি খোলা জমিতে ভেঙে পড়েছে। কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

  First published: