#আমেরিকা: প্রতি বছর আজকের দিনে আমেরিকায় পালিত হয় ন্যাশনাল ক্যাট ডে বা জাতীয় বিড়াল দিবস। কুকুরের মতো বিড়াল-পোষ্যর সংখ্যাও নেহাত কম নয় আমেরিকাতে। বিড়ালের সঙ্গে মানুষের সুন্দর সম্পর্ক আর রাস্তায় অনাথ অসহায় বিড়ালদের তুলে এনে আশ্রয় দেওয়া- এই দুটো উদ্দেশ্য মাথায় রেখেই আজকের দিনটি পালন করা হয়।
২০০৫ সালে লাইফস্টাইল লেখক কলিন পেইড এই দিনটি উদযাপন করা শুরু করেন। এই দিনটিকে সমর্থন জানিয়েছে আমেরিকান সোসাইটি ফর দ্য প্রিভেনশন অফ ক্রুয়েলিটি টু অ্যানিম্যালস। এটি একটি স্বেচ্ছাসেবী সংস্থা যারা পশুদের নিয়ে কাজ করে। প্রায় এক মিলিয়ন বিড়ালকে উদ্ধার করে এই সংস্থাও উদযাপন করেছে আজকের দিনটি।
কলিন চেয়েছিলেন যে বিড়ালের সঙ্গে মানুষের সম্পর্কের সুন্দর দিকটি তুলে ধরতে। এই নিঃস্বার্থ ভালবাসার বার্তা সবার কাছে পৌঁছে যাক এটাই এই দিনটি পালন করার উদ্দেশ্য।এমনিতেই মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ায় বিড়ালদের মজাদার কাণ্ডকারখানার নানা ছবি আর ভিডিও দেখা যায়। আর আজকের দিনটা তো স্পেশ্যাল। নানা মজাদার মিম আর পোস্ট দিয়েই পালন করা হচ্ছে ন্যাশনাল ক্যাটস ডে, ২০২০।
প্রতিটা পোস্টের ক্যাচলাইনকে ছাপিয়ে গিয়েছে বিড়ালদের 'কিউটনেস কোশেন্ট'। কখনও তারা অত্যন্ত ভালোমানুষের মতো মুখ করে আছে, কখনও রেগে যাচ্ছে আবার কখনও নেহাতই ছেলেমানুষি করে সবার মন ভোলাচ্ছে। আর এতগুলো মিম দেখে বেশ বোঝা যাচ্ছে যে পোষ্যদের বাজারে মার্জারদের বেশ ওজন আছে। তারা যে নেহাত ফেলনা নয়, সেটা স্পষ্ট। আর তাই বিড়ালদের নাম দিয়ে সার্চ করলে, মানে ক্যাট দিয়ে সার্চ করলেই অসংখ্য হ্যান্ডেল খুঁজে পাওয়া যাবে।
View this post on Instagram
View this post on Instagram#cats #catmemes #catsofinstagram #instacats #funnycatmemes #funnycat
View this post on Instagram
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: National Cat Day 2020