#মুম্বই: পশু চিকিৎসা কেন্দ্রে মহিলা কর্মীদের মারধর করার অভিযোগ। অভিনেতা নাসিরুদ্দিন শাহের মেয়ের বিরুদ্ধে এই অভিযোগ উঠল।
গত ১৬ই জানুয়ারি মুম্বইয়ের একটি ক্লিনিকে এসেছিলেন নাসির কন্যা হিবা শাহ। সেখানেই দুই মহিলা কর্মীর সঙ্গে তর্কাতর্কি শুরু হয়। ক্লিনিক কর্তৃপক্ষের অভিযোগ, কথাবার্তার মধ্যেই দুই মহিলা কর্মীকে মারধর করেন হিবা। সিসিটিভিতে সেই ঘটনা ধরা পড়েছে। ক্লিনিক কর্তৃপক্ষের অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। সম্প্রতি নাগরিকত্ব আইন নিয়ে মোদি সরকারকে নিশানা করেন নাসিরুদ্দিন শাহ। যা নিয়ে বিতর্কের ঝড় ওঠে। তারই মধ্যে নাসির কন্যার বিরুদ্ধে এই অভিযোগ।