Home /News /national /
কেপলারের নজরে ১,২৮৪টি নতুন গ্রহ

কেপলারের নজরে ১,২৮৪টি নতুন গ্রহ

সৌরজগতের বাইরে ১,২৮৪টি গ্রহ আবিষ্কার করল জ্যোতির্বিজ্ঞানীরা ৷ মঙ্গলবার বৈজ্ঞানিকরা জানিয়েছেন, সৌরজগতের বাইরে মোট ৩,২৬৪ টি গ্রহ রয়েছে ৷ এদেরকে ‘এক্সোপ্ল্যানেট’ বলা হয় ৷ নাসা-র কেপলার টেলিস্কোপের মাধ্যমে নজরে পড়েছে নতুন গ্রহগুলি ৷ এখনও পর্যন্ত এটাই সবচেয়ে বড় আবিষ্কার বলে দাবি করেছে জ্যোতির্বিজ্ঞানীরা ৷ নাসার তরফে জানানো হয়েছে নতুন গ্রহগুলির মধ্যে ৫৫০টি গ্রহ পৃথিবীর মতো পাথুরে ৷ এর মধ্যে নটি গ্রহ তারা থেকে একদম সঠিক দুরত্বে অবস্থিত ৷ যার জেরে এই গ্রহগুলির তাপমাত্রা প্রায় স্বাভাবিক ৷ পাশাপাশি সেখানে জল থাকার সম্ভাবনাও রয়েছে ৷ এই নতুন আবিষ্কারের জেরে মোটা ২১টি এমন গ্রহ আছে যেখানে প্রাণ খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে। বৈজ্ঞানিকরা দাবি করেছে ১,২৮৪টি গ্রহ একটি নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরপাক খাচ্ছে ৷ নাসার চিফ সাইনটিস্ট এলান স্টোফান জানিয়েছেন, ‘আশার আলো দেখতে পাচ্ছে বৈজ্ঞানিকরা ৷ ,সৌরজগতের বাইরে পৃথিবীর মতো গ্রহ থাকলেও থাকতে পারে ৷’

আরও পড়ুন...
 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #ওয়াশিংটন: সৌরজগতের বাইরে ১,২৮৪টি গ্রহ আবিষ্কার করল জ্যোতির্বিজ্ঞানীরা ৷ মঙ্গলবার বৈজ্ঞানিকরা জানিয়েছেন, সৌরজগতের বাইরে মোট ৩,২৬৪ টি গ্রহ রয়েছে ৷ এদেরকে ‘এক্সোপ্ল্যানেট’ বলা হয় ৷ নাসা-র কেপলার টেলিস্কোপের মাধ্যমে নজরে পড়েছে নতুন গ্রহগুলি ৷ এখনও পর্যন্ত এটাই সবচেয়ে বড় আবিষ্কার বলে দাবি করেছে জ্যোতির্বিজ্ঞানীরা ৷ নাসার তরফে জানানো হয়েছে নতুন গ্রহগুলির মধ্যে ৫৫০টি গ্রহ পৃথিবীর মতো পাথুরে ৷ এর মধ্যে নটি গ্রহ তারা থেকে একদম সঠিক দুরত্বে অবস্থিত ৷ যার জেরে এই গ্রহগুলির তাপমাত্রা প্রায় স্বাভাবিক ৷ পাশাপাশি সেখানে জল থাকার সম্ভাবনাও রয়েছে ৷  এই নতুন আবিষ্কারের জেরে মোটা ২১টি এমন গ্রহ আছে যেখানে প্রাণ খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে। বৈজ্ঞানিকরা দাবি করেছে ১,২৮৪টি গ্রহ একটি নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরপাক খাচ্ছে ৷ নাসার চিফ সায়েনটিস্ট এলান স্টোফান জানিয়েছেন, ‘আশার আলো দেখতে পাচ্ছে বৈজ্ঞানিকরা ৷ ,সৌরজগতের বাইরে পৃথিবীর মতো গ্রহ থাকলেও থাকতে পারে ৷’

  First published:

  Tags: Bengali News, ETV News Bangla, Exoplanet, Kepler Mission, NASA, New Planets, কেপলার, নতুন গ্রহ

  পরবর্তী খবর