#নেপাল:নিয়ম ভেঙে এভারেস্টে স্কি করলেন নাসার দুই বিজ্ঞানী। ৭২০০ মিটার উচ্চতা থেকে স্কি করে ৬৪০০ মিটার উচ্চতায় নামেন উইলি বেনেগাস ও ম্যাট মনিজ নামের ওই দুই বিজ্ঞানী। সেই ছবি পোস্ট করেন সোশাল মিডিয়ায়-ও। আর তারপরেই ওঠে বিতর্কের ঝড়।
বেসক্যাম্পের কাছে রিপোর্ট তলব করেছে নেপালের পর্যটন দফতর। শোকজ করা হয়েছে এজেন্সিকে। এভারেস্টে ওঠার অনুমতি থাকলেও, এভারেস্টে স্কি করার কোনও অনুমতি ছিল না বলে দাবি নেপাল পর্যটন দফতরের। এই বিতর্কের জেরে, ভবিষ্যতে ওই দুই বিজ্ঞানীর পর্বতারোহণের অনুমতি না মেলার সম্ভাবনাও রয়েছে।
আরও পড়ুন-পবিত্র রমজান মাসে সরকারি অফিস বিকেল সাড়ে ৩টেয় ছুটি
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Does skiing at Mount Everest, NASA scientists, NASA scientists break rule