বারাণসী: আরও দুটি স্মার্ট স্কুল উপহার পেতে চলেছে ইউপির বারাণসী। বারাণসী স্মার্ট সিটি (স্মার্ট সিটি বারাণসী) শহরের মহমুরগঞ্জ এবং রাজঘাটে সাড়ে তিন কোটি টাকা ব্যায়ে এটি প্রস্তুত করা হয়েছে। এই স্কুলে শিশুরা স্মার্ট ক্লাসে পড়াশোনা করতে পারবে। ২৪ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই দুটি স্কুল উদ্বোধন করবেন। জানিয়ে রাখি, এর আগে উত্তরপ্রদেশের প্রথম স্মার্ট স্কুলও তৈরি হয়েছিল বারাণসীতেই।
বারাণসী স্মার্ট সিটির চিফ জেনারেল ম্যানেজার ডি বাসুদেবন জানান, শহরের কম্পোজিট স্কুল মাহমুরগঞ্জ এবং প্রাইমারি স্কুল রাজঘাটের ভবনটি বেশ জরাজীর্ণ। এ দুটি সরকারি বিদ্যালয়ের ভবন নতুন আঙ্গিকে প্রস্তুত করা হয়েছে। উভয় স্কুলেই দোতলা উচ্চ প্রযুক্তির ভবন রয়েছে।
বিদ্যালয়ে খেলার মাঠ, পার্ক, হাই-টেক লাইব্রেরি, কম্পিউটার ল্যাব, সায়েন্স ল্যাব, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য র্যাম্প ছাড়াও দেয়ালে সুন্দর চিত্রকর্ম রয়েছে। শুধু তাই নয়, স্মার্ট ক্লাসরুম ছাড়াও স্কুলে শিশুদের বসার জন্য হাই-টেক টেবিলও রয়েছে যাতে শিশুরা সুন্দর পরিবেশে পড়াশোনা করতে পারে। পানীয় জলের সুবিধার পাশাপাশি স্কুলে উন্নত শৌচাগারও করা হয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Narendra Modi