হোম /খবর /দেশ /
শাহের সফরের পর মোদি, বিশ্বভারতীর শতবর্ষে ভার্চুয়াল বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী

শাহের সফরের পর এবার মোদি, বিশ্বভারতীর শতবর্ষে ভার্চুয়াল বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ Photo-File

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ Photo-File

  • Last Updated :
  • Share this:

#দিল্লি: গত রবিবারই বোলপুরে গিয়ে বিশ্বভারতীতে গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ এ বার সশরীরে হাজির না হলেও বিশ্বভারতীর শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে বক্তৃতা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আগামী ২৪ ডিসেম্বর সকাল এগারোটায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশ্বভারতীর অধ্যাপক এবং ছাত্রছাত্রীদের উদ্দেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী৷

জানা গিয়েছে অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রাজ্যপাল জগদীপ ধনখড় এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়ালও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন৷

১৯২১ সালে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর৷ এই মুহূর্তে বিশ্বভারতীই দেশের সবথেকে পুরোন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়৷ ১৯৫১ সালে বিশ্বভারতীকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করা হয়েছিল৷ বিশ্বভারতীর আচার্যও প্রধানমন্ত্রী৷

রাজ্যে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই বিজেপি-র কেন্দ্রীয় নেতাদের মুখে রবীন্দ্রনাথ ঠাকুর সহ বাংলার মণীষীদের কথা শোনা যাচ্ছে৷ যা নিয়ে পাল্টা কটাক্ষ করেছে শাসক দল৷ অমিত শাহের সফরের সময়ও শান্তিনিকেতনে লাগানো কয়েকটি পোস্টার নিয়ে বিতর্ক তৈরি হয়৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Narendra Modi