#নয়াদিল্লি: গোটা দেশ করোনা (Corona) বিধ্বস্ত। প্রতিদিন সংক্রমণের সংখ্যা নতুন রেকর্ড তৈরি করছে। আর এই হাহাকারের মধ্যেই তাই আজ মঙ্গলবার রাত ৮.৪৫ মিনিটে জাতির উদ্দশ্যে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার তাঁর বক্তব্যে উঠে এল পরিযায়ী শ্রমিকদের কথাও।
এদিন বার বার টিকাকরণের কথা বলেছেন মোদি। গতকালই কেন্দ্র ঘোষণা করেছে আগামী ১ মে থেকে ১৮ বছর বয়স হলেই দেশবাসী ভ্যাকসিন নিতে পারবে। আজও ভ্যাকসিন নেওয়ার বিষয়ে জোর দিলেন প্রধানমন্ত্রী। এই ভ্যাকসিন যাতে পরিযায়ী শ্রমিকরাও পান সেই আবেদনও করেছেন তিনি রাজ্যগুলির কাছে।
মোদির কথায়, "রাজ্য ও কেন্দ্রর প্রয়াসে শ্রমিকও ভ্যকসিন পাবে। শ্রমিকদের ভরসা দিন তাঁরা যেন শহর না ছাড়েন। তাঁদের আশ্বাস দিন যে তাঁরাও ভ্যাকসিনও পাবেন, কাজও থাকবে।" মোদি প্রথম ঢেউয়ের কথা বলতে গিয়ে বলেন, "আগে আমাদের পরিকাঠামো ছিল না। ল্যাব ছিল না পিপিই ছিল না। কিন্তু আমরা দ্রুত সমাধান বের করে ফেলেছিল চিকিৎসকরা জীবন বাঁচাচ্ছেন। আমরা ক্রমেই পরীক্ষা বাড়াচ্ছি।"
তবে এবার যে লকডাউনের এখনও কোনও পরিকল্পনা নেই তা স্পষ্ট জানিয়েছেন মোদি। তিনি মনে করছেন, লকাডাউন হল একেবারে অন্তিম পর্যায়ের জন্য। তাই রাজ্যগুলিকে লকডাউন ঘোষণা করতে না করছেন তিনি। রাজ্যগুলিকে পরামর্শ দিয়ে মোদি মাইক্রো কন্টেইমেন্ট জোনের উপরে জোর দিতে বলেছেন। এবং অকারণে মানুষ যাতে বাড়ির বাইরে না বেরোন সেই অনুরোধ করেছেন।
মোদির বক্তব্য, সংক্রমণের হাত থেকে দেশকে বাঁচানো যেমন সরকারের লক্ষ্য। সেরকমই অর্থনৈতিক ব্যবস্থা যাতে গত বছরের মতো ভেঙে না পড়ে, সেটাও নিশ্চিত করতে হবে সবাইকে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Covid ১৯, Lockdown, Narendra Modi