#নয়াদিল্লি : ভোটের আগে যে ইভিএম নিয়ে প্রশ্ন তুলে বার বার সরব হয়েছে বিরোধীরা, এবার সেই ইভিএমকেই রাজ্যসভায় অস্ত্র করলেন নরেন্দ্র মোদি। তাঁর কটাক্ষ, হেরে গেছে বলেই, যত দোষ ইভিএমের।বুধবার রাজ্যসভায় দাঁড়িয়ে এ ভাবেই ইভিএম ইস্যুতে বিরোধীদের নিশানা করেন নরেন্দ্র মোদি।
মোদি সরকারের প্রথম পাঁচ বছরে একাধিকবার ইভিএমে কারচুপির অভিযোগে সরব হয়েছে বিরোধীরা। জল সুপ্রিম কোর্ট পর্যন্তও গড়ায়। লোকসভা ভোটের আগেও সেই ইভিএম এবং ভিভিপ্যাট ইস্যুকে হাতিয়ার করে কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী দল। ভোটের ফল বের হতেই অবশ্য দেখা গিয়েছে, দেশ জুড়ে ফের মোদি ঝড়। দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হয়ে, রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদসূচক জবাবি ভাষণে, এ দিন রাজ্যসভায় সেই ইভিএম ইস্যুকে হাতিয়ার বানিয়েই কংগ্রেসকে পালটা জবাব দেন নরেন্দ্র মোদি।
'এক দেশ-এক ভোট' নিয়েও এ দিন রাজ্যসভায় সওয়াল করেন প্রধানমন্ত্রী।কয়েক দিন আগেই, এই 'এক দেশ-এক ভোট' নিয়ে দিল্লিতে সব দলের সভাপতিদের নিয়ে বৈঠক ডাকেন নরেন্দ্র মোদি। সেখানে তিনি একটি কমিটি গড়ার প্রস্তাব দেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Narendra Modi, Parliament, নরেন্দ্র মোদি, পার্লামেন্ট