#আসানসোল: আক্রমণাত্মক নরেন্দ্র মোদি। আসানসোলের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ করে বসলেন। মমতা যা কোনও দিন বলেননি, সেটাকে তৃণমূলনেত্রীর স্বপ্ন বলে দাবি করলেন মোদি। খোঁচা দিয়ে বললেন, প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন মমতা। সারদা-নারদের টাকায় প্রধানমন্ত্রী পদ কেনা যায় না।
মোদি সরকারকে উৎখাত করতে বিরোধীদের যে মহাজোট তার অন্যতম কাণ্ডারী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার, তৃতীয় দফার ভোটের দিন, সেই মমতার রাজ্যে এসে তৃণমূলনেত্রীকে বার বার নিশানা করলেন নরেন্দ্র মোদি। মমতা বার বার দাবি করছেন, কোনও পদের উচ্চাশা তাঁর নেই। এবার লক্ষ্য একটাই। দিল্লিতে পরিবর্তন। মমতা যা কোনও দিন বলেননি সেটাই তাঁর স্বপ্ন বলে দাবি করে, এ দিন ব্যক্তিগত আক্রমণে নামেন নরেন্দ্র মোদি।
দুর্নীতির অভিযোগকেও এ দিন ফের তৃণমূলের বিরুদ্ধে অস্ত্র করেন নরেন্দ্র মোদি।গতবার দেশ জুড়ে মোদি ঝড় দেখা গেলেও পশ্চিমবঙ্গ থেকে বিজেপি মাত্র দুটি আসনে জেতে। একটি দার্জিলিং। অপরটি আসানসোল। সেই আসানসোলের সভা থেকে এ দিন বার বার তৃণমূলকে নিশানা করে সুর চড়ান নরেন্দ্র মোদি।
তৃতীয় দফার ভোট হল তেইশে এপ্রিল। ঠিক এক মাস পরে, তেইশে মে গণনা। সে দিনই জানা যাবে, এবার দিল্লি কার।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Asansol S25p40, Lok Sabha elections 2019, Mamata Banerjee, Narendra Modi, West Bengal Lok Sabha Elections 2019