#দিল্লি: রাশিয়া ইউক্রেন যুদ্ধে ভারত নিরপেক্ষ ভূমিকা নিলেও নিরীহ মানুষের উপরে রুশ আগ্রাসনের নিন্দা করেছে৷ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এই বার্তাই দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ একই সঙ্গে তিনি মার্কিন প্রেসিডেন্টকে বুঝিয়ে দিলেন, আমেরিকা সহ ইউরোপেপ শক্তিধর দেশগুলির যত চাপই থাক না কেন, নিরপেক্ষ অবস্থান থেকে সরে আসবে না নয়াদিল্লি৷
বাইডেনের শাসনকালে এই প্রথমবার দু' দেশের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা শুরু হচ্ছে আর কয়েকদিন পর৷ সেই আলোচনার আগে এ দিন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক নিঃসন্দেহে তাৎপর্যপুূর্ণ৷ সূত্রের খবর, জো বাইডেনের উদ্যোগেই সোমবার দু' দেশের রাষ্ট্রনেতার ভার্চুয়াল সাক্ষাৎ হয়৷
আরও পড়ুন: পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীর থেকে কী প্রত্যাশা? অভিনন্দন জানিয়ে বার্তা মোদির
জানা গিয়েছে, নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকেও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব কাটিয়ে উঠতে ভারত এবং আমেরিকার মধ্যে আরও বেশি করে আলোচনার উপরে জোর দিয়েছেন বাইডেন৷ অন্যদিকে নরেন্দ্র মোদিও তাঁকে জানিয়েছেন, যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে ওষুধ সহ বিভিন্ন ত্রান সামগ্রীর সরবরাহ করে চলেছে ভারত৷ পাশাপাশি, ইউক্রেনে রুশ হামলায় সাধারণ মানুষের মৃত্যুরও কঠোর নিন্দা করেছে ভারত৷ সেকথাও মার্কিন প্রেসিডেন্টকে স্মরণ করিয়ে দিয়েছেন মোদি৷ প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে শান্তি আলোচনা শুরু হয়েছে তাতেই হয়তো সমাধানের পথ বেরিয়ে আসবে৷
বাইডেনকে মোদি বলেন, 'আমি রাশিয়া এবং ইউক্রেনের রাষ্ট্রনেতাদের সঙ্গে একাধিকবার কথা বলেছি৷ দু' জনকেই মুখোমুখি আলোচনায় বসতে আর্জিও জানিয়েছি৷'
আরও পড়ুন: পাকিস্তানের ৭৫ বছরে ২৯ জন প্রধানমন্ত্রী, কেন কেউই টিকতে পারেননি ৫ বছর?
ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই মস্কোর বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার জন্য দিল্লির উপরে চাপ বাড়িয়েছে ওয়াশিংটন৷ কিন্তু দীর্ঘদিনের বন্ধু রাশিয়ার বিরুদ্ধে সেপথে হাঁটেনি ভারত৷ গত ২১ মার্চ মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন বলেই ফেলেন, আমেরিকার বন্ধু দেশগুলির মধ্যে রাশিয়ার বিরুদ্ধে একমাত্র ভারতের অবস্থানই কিছুই দ্বিধাপূর্ণ৷
এ দিন অবশ্য জো বাইডেন বলেছেন, 'ইউক্রেনের সাহায্যে ভারত যে মানবিক পদক্ষেপ নিয়েছে, আমি তাঁকে স্বাগত জানাই৷ ইউক্রেন ভয়াবহ হামলার শিকার হয়েছে, গত সপ্তাহে একটি ট্রেন স্টেশনে গোলা বর্ষণের জেরে অসংখ্য নিরীহ মানুষের মৃ্ত্যু হয়েছে৷ ট্রেনে করে পালানোর চেষ্টা করতে গিয়ে এই বিপর্যয়ের মধ্যে পড়েন তাঁরা৷' প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাইডেনকে জানান, ইউক্রেনের বুচায় সাধারণ মানুষের উপরে রাশিয়ার হামলার কড়া নিন্দা করেছে ভারত৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Narendra Modi