#নয়া দিল্লি: আজ দ্বিতীয়বার দেশের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন নরেন্দ্র মোদি। ২০১৪র পর আবার ২০১৯ এও মোদি নিজের দখলে রাখলেন প্রধানমন্ত্রীর সিংহাসন। 'ফির একবার মোদি সরকার' এ কথা সত্যি করে দিয়েছেন মোদি। আজ মোদির মন্ত্রী সভায় দেশের বাকি মন্ত্রীরা শপথ গ্রহন করলেন।
প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহনের পর ট্যুইটারে সকলকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি। তিনি লিখলেন, " সকলকে শুভেচ্ছা যারা আজ মন্ত্রী সভায় শপথ গ্রহন করলেন। এই মন্ত্রী সভার দলে এবার রয়েছে যৌবনের শক্তি। সঙ্গে রয়েছে প্রশাসনিক অভিঞ্জতা। এখানে এমন মানুষ রয়েছেন যারা সংসদ সদস্য এবং তাঁদের পেশাদার জীবনেও তাঁরা বিশিষ্ট ছিলেন, শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। এবার আমরা একসঙ্গে ভারতের অগ্রগতির জন্য কাজ করবো।"
Congratulations to all those who took oath today. This team is a blend of youthful energy and administrative experience. It has people who have excelled as Parliamentarians and those who have had distinguished professional careers.
Together, we will work for India’s progress. pic.twitter.com/NKQh61eYCh