corona virus btn
corona virus btn
Loading

বৃহস্পতিবার বিভিন্ন রাজ্যের সাংসদদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার বিভিন্ন রাজ্যের সাংসদদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী
File Photo
  • Share this:
#নয়াদিল্লি: বাঙালির মন পেতে হাতিয়ার বাঙালির শ্রেষ্ঠ উৎসব। উনিশের দুর্গাপুজোয় দলের সব নেতা-কর্মীর পাশাপাশি জড়িয়ে থাকুন জনপ্রতিনিধিরাও। তা নিশ্চিত করতে চাইছে বিজেপি শীর্ষনেতৃত্ব। পাশাপাশি জনসংযোগ বাড়াতে দলীয় সাংসদদের নির্দেশিকা খোদ নরেন্দ্র মোদির। বাঙালির মন পেতে হাতিয়ার দুর্গাপুজোকেই হাতিয়ার করছে বিজেপি ৷ মণ্ডপের বাইরে শুধু স্টল পেতে বসা নয়, সক্রিয় ভাবে অংশ নিতে হবে দুর্গাপুজোয়। পাড়ার পুজো থেকে শুরু করে বিখ্যাত পুজো - সব জায়গাতেই যেন থাকেন দলীয় কর্মীরা। তা নিশ্চিত করতে চাইছে বিজেপি নেতৃত্ব। বাঙালির সেরা উৎসব হিসাবেই দুর্গাপুজোকে গুরুত্ব ৷ পুজোয় সময় কয়েক কোটি মানুষের মধ্যে প্রচারের সুযোগ ৷ পুজোয় জড়িত থাকলে এলাকায় সংগঠন বাড়ানোয় সুবিধা হবে৷ তাই টার্গেট বাংলায় নয়া কৌশল ৷ বৃহস্পতিবার বিভিন্ন রাজ্যের সাংসদদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠকে ছিলেন বাংলার তিন সাংসদ ৷ তাঁরা হলেন অর্জুন সিং, খগেন মুর্মু এবং সুভাষ সরকার ৷ আর এখানেই বাংলা নিয়ে নরেন্দ্র মোদি একগুচ্ছ নির্দেশিকা দিয়েছেন বলে খবর ৷ নরেন্দ্র মোদির নির্দেশ, সংগঠনের পাশাপাশি দলের সবস্তরে সমন্বয়ের কাজের দায়িত্ব সাংসদদেরই। তাই মোদির নির্দেশ ৷
First published: July 18, 2019, 11:14 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर