• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • ৭৫টি ক্যাশলেস টাউনশিপ লঞ্চ করলেন প্রধানমন্ত্রী

৭৫টি ক্যাশলেস টাউনশিপ লঞ্চ করলেন প্রধানমন্ত্রী

শুক্রবার নাগপুরে ৭৫টি ক্যাশলেস টাউনশিপ লঞ্চ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

শুক্রবার নাগপুরে ৭৫টি ক্যাশলেস টাউনশিপ লঞ্চ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

শুক্রবার নাগপুরে ৭৫টি ক্যাশলেস টাউনশিপ লঞ্চ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

 • Share this:

  #নাগপুর: শুক্রবার নাগপুরে ৭৫টি ক্যাশলেস টাউনশিপ লঞ্চ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মোট ১২টি রাজ্যে এই টাউনশিপ লঞ্চ করা হল ৷ ৭৫টির মধ্যে ৫৬টা ক্যাশলেস টাউনশিপই গুজরাতে অবস্থিত ৷

  জানা গিয়েছে, ১২টি রাজ্যে ৭৫টি ক্যাশসেল টাউনশিপের মাধ্যমে দিনে ১.৫ কোটি নগদহীন ও বছরে ৫.৫ কোটি নগদহীন লেনদেন হবে ৷

  ৭৫টি ক্যাশলেস টাউনশিপের মধ্যে রয়েছে ONGC,NTPC, SAIL a BHEL ৷ প্রাইভেট ফার্মে যেমন রিল্যায়েন্স, আদানি, ESSAR-এর টাউনশিপও রয়েছে এই লিস্টে ৷

  ESSAR এদিন একটি বিবৃতিতে জানিয়েছেন যে গুজরাতে তাদের দুটি টাউনশিপ- জামনগর ও সুরাটকে এদিন লেসক্যাশ টাউনশিপ হিসেবে চিহ্নিত করা হয়েছে ৷ NITI Ayog-এর তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছিল ৷ এই টাউনশিপগুলিকে ক্যাশলেস টাউনশিপ হিসেবে ঘোষণা করা হয়েছে ৷ অন্য কর্পোরেটদের তারা প্রভাবিত করবে বলে মনে করা হচ্ছে ৷

  ক্যাশসেল টাউনশিপে হওয়ার জন্যে বেশ কয়েকটি নিয়ম রয়েছে ৷ গোটা টাউনশিপে  ক্যাশলেস পেমেন্টর পরিকাঠামো থাকতে হবে ৷ টাউনশিপে বসবাসকারীদে এই বিষয়ে প্রশিক্ষণ দিতে হবে ৷ পাশাপাশি ৮০ শতাংশ লেনদেন ডিজিটালি করতে হবে ৷

  First published: