হোম /খবর /দেশ /
‘আগে সব কাজের টাকা দিতে হত, এখন হয় না’, ত্রিপুরায় বামেদের আক্রমণ মোদির

Narendra Modi In Tripura: ‘আগে সব কাজের টাকা দিতে হত, এখন হয় না’, ত্রিপুরায় বামেদের আক্রমণ মোদির

ত্রিপুরার সভায় মোদি

ত্রিপুরার সভায় মোদি

Narendra Modi In Tripura: মোদির অভিযোগ, আগে তোলা সমস্যায় জর্জরিত ছিল ত্রিপুরা৷ তিনি কটাক্ষের সুরে বলেছেন, এখানে একটাই শব্দ ছিল, চাঁদা।

  • Share this:

আগরতলা: শনিবার ত্রিপুরায় ভোটের প্রচারে এসে এক যোগে বিরোধীদের আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ত্রিপুরার আমবাসায় এদিন সভা করেন প্রধানমন্ত্রী। সেখানেই তিনি বলেন, ‘‘বাম ও কংগ্রেস সরকারের আমলে বারংবার ত্রিপুরার উন্নয়ন বাধা পেযেছে। এখন আর চাঁদা দিতে হয় না, আগে সব কাজের টাকা দিতে হত। অন্য কোনও রাজনৈতিক দল তাদের পতাকা লাগাতে পারত না৷ এখন আর তা হয় না৷’’

মোদির অভিযোগ, আগে তোলা সমস্যায় জর্জরিত ছিল ত্রিপুরা৷ তিনি কটাক্ষের সুরে বলেছেন, ‘‘এখানে একটাই শব্দ ছিল, চাঁদা। বাড়ি করতে চাঁদা, রাস্তা করতে চাঁদা, কোনও কাজ করলেই চাঁদা দিতে হত। আর এখন আমাদের সরকার ক্ষমতায় এসে সেই চাঁদা বন্ধ করে দিয়েছে।আগে তো থানাতেও চাঁদা দিতে হত। বামপন্থীরা সব কব্জা করে রেখছিল। কোনও আইনের শাসন ছিল না। আমাদের কর্মীদের ওপর অত্যাচার হয়েছে৷ আজ এখানে আমার মাথায় পাগড়ি পড়ানো হল। আসলে এটা পাগড়ি নয়৷ এটা আমার কাছে মায়ের আশীর্বাদ। মা আমার মাথায় হাত রাখলেন।’’

আরও পড়ুন: মাটির তলা দিয়েই কাজ হাসিল, মিটারেও বাড়ছে না মাশুল! অভিযানে গিয়ে অবাক কর্তারা

আরও পড়ুন: চাকরি ছেড়ে একাই পরীক্ষার প্রস্তুতি, প্রথম বার টেট দিয়েই রাজ্যে প্রথম বর্ধমানের ইনা

মোদি বলেন, ‘‘এখানে সরকারি কর্মচারীদের সুবিধা ছিল না। এখন তাদের বেতন বা অন্যান্য সুবিধা বাড়ানো হয়েছে। আজ এই ধলাই জেলায় আমি যেখানে বক্তব্য রাখছি, সেটি আগে পিছিয়ে পড়া জেলা ছিল। আর এখন দেশের মধ্যে অন্যতম উন্নয়নশীল জেলা। আর এটাই ডাবল ইঞ্জিন সরকারের সুবিধা। আমরা একটা সংকল্প পত্র প্রকাশ করেছি৷ আপনারা যা চান, আমরাও সেটাই চাই। আমরা আপনাদের কথাই তুলে ধরেছি। আপনাদের মুখ্যমন্ত্রী মাণিক সাহা আপনাদের মনের কথা শুনেই কাজ করছেন। আমি আগেই বলেছিলাম আমরা ‘HIRA’ নিয়ে এগোচ্ছি। হাইওয়ে, ইন্টারনেট, রেল, এয়ারওয়েজ৷ চেয়ে দেখুন নয়া রাস্তা হচ্ছে৷ যাঁরা বিমানবন্দরে আসেন তাঁরা দেখে অবাক হয়ে যান৷ গ্রামে গ্রামে অপটিক্যাল ফাইবার ও মোবাইল টাওয়ার বসিয়ে কাজ করা হচ্ছে। তিন গুণ কাজ হয়ে গেছে এই সংযোগে৷’’

উন্নয়নের কথা তুলেও মোদি কটাক্ষ করেন ত্রিপুরার বাম সরকারকে৷ তিনি বলে, ‘‘আগে এখানের গরীব মানুষ ভেবে পেতেন না মাথায় ছাদ পাবেন কিনা। এখন প্রত্যেকের মাথায় ছাদ আছে। তিন লাখ পরিবারকে পাকা বাড়ি দেওয়া হয়েছে। আর এটাই ডাবল ইঞ্জিন সরকারের সাফল্য। এটাই বিজেপি সরকারের কাজের কৌশল। যাঁরা মিথ্যা বলে বিজেপি সরকারকে সরাতে চাইছে, তাদের সামনে এই তিন লাখ মানুষ কবচ হয়ে দাঁড়িয়ে আছে।কংগ্রেস, বাম সরকারের আমলে স্বাস্থ্যের জন্য একটা ভাল হাসপাতাল ছিল না। এর জন্যে আমরা আয়ুষ্মান ভারত যোজনা নিয়ে এসেছি। ভেবে দেখুন বিজেপি সরকার না থাকলে, এই সুবিধা ত্রিপুরার ঘরে ঘরে আদৌ পৌঁছাতে পারত? আমরা হাসপাতালের হাল বদলে দিয়েছি৷ রাজ্যে একটা ডেন্টাল হাসপাতাল করা হচ্ছে। এই কাজ কংগ্রেস-সিপিএম সরকার করেনি।’’

মোদির ভোট প্রার্থনার সওয়াল, ‘‘কংগ্রেস-বাম ছল চাতুরী করেছে। এরা কুশাসন করতে চাইছে। এদের পেছন থেকে বেশ কিছু দল সাপোর্ট করছে। এদের কথায় ফাঁদে পা দেবেন না। ১৬ তারিখ পদ্ম চিহ্নের বোতাম টিপবেন। সবার ঘরে ঘরে যান, আর বলবেন,আমাদের মোদি জি এসেছিলেন, আর উনি আপনাদের প্রণাম জানিয়েছেন। আমার এই কথা সকলের কাছে পৌঁছে দিন।’’

Published by:Uddalak B
First published:

Tags: Narendra Modi