#নয়াদিল্লি: পেট্রোপণ্যের আকাশছোঁয়া দামের ধাক্কা সামলাতে রীতিমত হিমশিম খাচ্ছে আম আদমি ৷ সারা দেশ জুড়ে উঠেছে প্রতিবাদের ঝড় ৷
সাধারণ মানুষকে জ্বালানির ক্রমবর্ধমান দামের বেড়াজাল থেকে মুক্তি দেওয়ার জন্য পদক্ষেপ করতে আসরে নেমেছে কেন্দ্র ৷ ওএনজিসি ও তেল উৎপাদনকারী সংস্থার সঙ্গে দফায় দফায় বৈঠকে কেন্দ্র ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব বুধবার এক উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে ৷
সূত্রের খবর তেল বৈঠকে গৃহীত সিদ্ধান্ত হয়েছে উৎপাদনকারী সংস্থা অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৭০ মার্কিন ডলার রাখতে পারে ৷ যদি পেট্রোপণ্যের মূল্য ব্যারেল প্রতি ৭০ মার্কিন ডলারের বেশি বাজারের বিক্রি করে সে ক্ষেত্রে আমদানির লভ্যাংশের কিছু অংশ সরকারকে সেস হিসাবে দিতে হবে ৷ তবে সেসের পরিমাণ কতখানি হবে ধার্য হয়নি এখনও ৷
এছাড়াও সরকার এক্সসাইজের মাধ্যমে পেট্রোপণ্যের সামান্যতম মূল্য কমাতে পারে ৷ এ ছাড়াও রাজ্য থেকেও যদি পেট্রোপণ্যের ওপর থেকে সেলস ট্যাক্স ও ভ্যাট প্রত্যাহার করলে কিছুটা মুক্তি পেতে পারে সাধারণ মানুষ ৷ তবে কেন্দ্রীয় সরকার এ ক্ষেত্রে তেল উৎপাদকারী সংস্থাগুলির ওপর সেস বলবতের পথেই হাঁটবে বলে মনে করা হচ্ছে ৷
আরও পড়ুন : উদ্বিঘ্ন রাহুল আসতে পারেন তুতিকোরিনে
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।